Home> খেলা
Advertisement

একটি কোম্পানির সঙ্গে এত টাকার চুক্তি বিরাটের আগে কোনও ভারতীয় করেননি!

আপনি কি এখনও আইপিএল নিলামের বেন স্টোকস এবং টাইমাল মিলসের কথা ভাবছেন? সেটা স্বাভাবিকও। দুজনে মিলেই তো প্রায় ৩০ কোটি টাকা দর পেলেন দশম আইপিএলে। কিন্তু এই আবহতেই নিজের দর আকাশ ছোঁয়া উচ্চতায় তুলে নিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে একটি কোম্পানির সঙ্গে তিনি চুক্তি করলেন ১০০ কোটি টাকার! হ্যাঁ, ১০০ কোটি টাকা!

একটি কোম্পানির সঙ্গে এত টাকার চুক্তি বিরাটের আগে কোনও ভারতীয় করেননি!

ওয়েব ডেস্ক: আপনি কি এখনও আইপিএল নিলামের বেন স্টোকস এবং টাইমাল মিলসের কথা ভাবছেন? সেটা স্বাভাবিকও। দুজনে মিলেই তো প্রায় ৩০ কোটি টাকা দর পেলেন দশম আইপিএলে। কিন্তু এই আবহতেই নিজের দর আকাশ ছোঁয়া উচ্চতায় তুলে নিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে একটি কোম্পানির সঙ্গে তিনি চুক্তি করলেন ১০০ কোটি টাকার! হ্যাঁ, ১০০ কোটি টাকা!

আরও পড়ুন দশম আইপিলের সবথেকে দামী ক্রিকেটার, অলরাউন্ডার বেন স্টোকস

বিরাট কোহলি পিউমার সঙ্গে আট বছরের চুক্তি করলেন প্রায় ১১০ কোটি টাকার। পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বিরাটের এখন নাম উচ্চারিত হবে উসেইন বোল্ট, আসাফা পাওয়েল, থিয়েরি অঁরি এবং সের্জিও অ্যাগুয়েরোদের সঙ্গে।

আরও পড়ুন  মাত্র ৪টি টোয়েন্টি খেলেই এই ক্রিকেটার দাম পেলেন ১২ কোটি!

Read More