Home> খেলা
Advertisement

Virat Kohli | Champions Trophy 2025: ২ মার্চ কি হবে রেড-লেটার ডে? একাধিক রেকর্ডের সামনে কোহলি, সচিনের আসনও সুরক্ষিত নয়!

Virat Kohli is on the cusp of a major milestone in his ODI career: একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি...

Virat Kohli | Champions Trophy 2025: ২ মার্চ কি হবে রেড-লেটার ডে? একাধিক রেকর্ডের সামনে কোহলি, সচিনের আসনও সুরক্ষিত নয়!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) গ্রুপ 'এ' পেয়েছে প্রথম দুই সেমিফাইনালিস্ট। সবার আগে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত সেমিফাইনালের টিকিট কেটেছে। এরপর মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নিউ জ়িল্যান্ড এসেছে শেষ চারে। আগামী ২ মার্চ (রবিবার) এই দুই দল মুখোমুখি হবে। জেতা-হারায় কারোরই নকআউটের রাস্তায় বোল্ডার পড়বে না। তবে যে দল জিতবে সে দলের নেট রান রেটের খেলায় বড় গল্প হয়ে যাবে। যা সেমিতে প্রভাব ফেলবে। আর এই ম্যাচে একাধিক ওডিআই রেকর্ডের দুয়ারে বিরাট কোহলি (Virat Kohli)।

আরও পড়ুন: সচিন-বিরাটের মধ্যে কে 'গ্রেটেস্ট'? অপ্রত্যাশিত উত্তর সানির, সারালেন 'উপমহাদেশীয় রোগ'

বিরাট তাঁর ওডিআই কেরিয়ারে গুরুত্বপূর্ণ মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। ৩৬ বছর বয়সি খেলোয়াড়ের নিউ জ়িল্যান্ড বিরুদ্ধে দরকার আর ৮৫ রান। তাহলেই তিনি সচিন তেন্ডুলকর (৩৩৪৫), রিকি পন্টিং (৩১৪৫), জ্যাক ক্যালিস (৩০৭১) এবং জো রুটের (৩০৬৮) পর পঞ্চম ব্যাটার হিসেবে, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৩০০০ আন্তর্জাতিক রানসংগ্রাহক হবেন। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে ৫৫ ম্যাচে কোহলির ২৯১৫ রান রয়েছে। তাঁর গড়ে ৪৭, যার মধ্যে ৯টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে। কোহলি কিউইদের বিরুদ্ধে শেষবার ওডিআই খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাপযুদ্ধের সেমিফাইনালে ১১৭ রান করেছিলেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানশিকারি হতে কোহলির প্রয়োজন আর ১০৫ রান। বর্তমানে সচিন রয়েছেন শীর্ষএ। ৪২ ম্যাচে ৫ সেঞ্চুরি এবং ৮ হাফ সেঞ্চুরি নিয়ে ১৭৫০ রান রয়েছে তাঁর। তবে সার্বিক বিচারে সবার উপরে অজি কিংবদন্তি রিকি পন্টিং। ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছেন তিনি।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

বর্ডার-গাভাসকর ট্রফিতে পারথে সেঞ্চুরির পর কোহলির রানের খরা চলছিল। তাঁকেও বোর্ডের নিদানে রোহিত শর্মার মতো রঞ্জি খেলতে হয়েছে। আহমেদাবের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের হোম সিরিজের তৃতীয় ও শেষ ওডিআইতে, অর্ধশতক করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কোহলি।  চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৩৮ বলে ২২ রান করেছিলেন। গত রবিবার 'মাদার অফ অল ব্যাটল'-এ মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। মহম্মদ রিজওয়ানদের ২৪১ রান তাড়া করে রোহিত শর্মার ভারত ৪৫ বল হাতে রেখে হেসেখেলে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। সব আলো একাই কেড়ে নিয়েছিলেন বিরাট। তিনে নেমে ১১১ বলে অপরাজিত শতরান করেছিলেন বিরাট। আর সেদিনই তিনি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি টপকে ছিলেন।

আরও পড়ুন:  ২০২৫ সালে আরও তিনবার ভারত-পাক! কবে কোথায় খেলা? চলে এল বিরাট আপডেট

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More