Home> খেলা
Advertisement

ICC টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে বিরাট কোহলি

২০১৫ সালের ডিসেম্বর থেকে আইসিসি ক্রিকেট রাংকিংয়ের শীর্ষে ছিলেন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। এদিন তাঁকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন বিরাট। সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। 

ICC টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে বিরাট কোহলি

নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরের সকালটা ভাল খবর নিয়ে এল ভারতীয় ক্রিকেটের ফ্যানেদের জন্য। আইসিসি ক্রিকেট রাংকিংয়ে শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি। সচিনের পর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসির তালিকায় শীর্ষে পৌঁছলেন বিরাট। স্টিভ স্মিথকে সরিয়ে শীর্ষ স্থান দখল করলেন তিনি। 

রবিবার প্রকাশিত হয় আইসিসির শীর্ষতালিকা। তাতে দেখা যায় শীর্ষে রয়েছেন বিরাট। এজবাস্টন টেস্টে ২ ইনিংসেই তাঁর অবদান মন জিতে নিয়েছে কোটি কোটি ক্রিকেট ফ্যানের। তবে দলকে জেতাতে পারেননি বিরাট। ব্যক্তিগত সেই কৃতিত্বের পর দিনই সবাইকে ছাড়িয়ে দিলেন ভারতীয় দলের অধিনায়ক। 

২০১৫ সালের ডিসেম্বর থেকে আইসিসি ক্রিকেট রাংকিংয়ের শীর্ষে ছিলেন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। এদিন তাঁকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন বিরাট। সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। 

Read More