জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) ছয় উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হাতে চলে এসেছে এলিমিনেটর ওয়ানের টিকিট। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৯ মে চণ্ডীগড়ে হবে খেলা (PBKS vs RCB, IPL 2025 Qualifier 1)। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলি (Virat Kohli Creates History) বিশ্বরেকর্ড করে ফেললেন।
লখনউয়ের ২২৭ রান তাড়া করে জেতে আরসিবি। ফিল সল্টের সঙ্গে ওপেন করতে নেমে ৩০ বলে ৫৪ রানের (১০টি চার) ঝকঝকে ইনিংস খেলেন বিরাট। গতবছর দেশকে টি-২০ বিশ্বকাপ জিতিয়ে, বিরাট বলে দিয়েছিলেন যে, তাঁকে আর দেশের জার্সিতে ২০ ওভারের সংস্করণে দেখা যাবে না। কিন্তু বিরাট বারবার চলতি আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন, আইপিএল মোনালিসা হলে কোহলিই ভিঞ্চি। ক্রোড়পতি ক্যানভাসে রাজার তুলি দেখল রঙের খেলা।
আরও পড়ুন: 'কেকেআর দামই দেয়নি শ্রেয়সের'! পঞ্জাব প্লেঅফে উঠতেই বিস্ফোরক নক্ষত্র নাইট
লখনউয়ে বিরাট ২৪ রান করতেই আরসিবির হয়ে তাঁর ৯০০০ রান করা হয়ে যায়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলস্টোন তৈরি করলেন। আইপিএল এবং অধুনা বিলুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির পরিসংখ্যান মিলিয়ে বিরাট আরসিবি-র ইতিহাসে সর্বাধিক রানশিকারি কোহলি আর রেকর্ড সমার্থক। তিনি মাঠে নামলেই পরিসংখ্যানবিদরা খাতা-কলম নিয়ে তৈরি হয়ে যান। এদিন কোহলি আরও একটি রেকর্ড করলেন,আইপিএলে পাঁচ মরসুমে ৬০০ বা তার বেশি রান করা প্রথম ব্যাটার হলেন।
পুরুষদের টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে সর্বাধিক রান
৯০০৪ - আরসিবির হয়ে বিরাট কোহলি
৬০৬০ - এমআইয়ের হয়ে রোহিত শর্মা
৫৯৩৪ - হ্যাম্পশায়ারের হয়ে জেমস ভিন্স
৫৫২৮ - সিএসকে-র হয়ে সুরেশ রায়না
৫৩১৪ - সিএসকে-র হয়ে এমএস ধোনি
আইপিএলের এক সংস্করণে সর্বাধিক ৬০০-র বেশি রান
৫ - বিরাট কোহলি (২০১৩, ২০১৬, ২০২৩, ২০২৪, ২০২৫)
৪ - কেএল রাহুল (২০১৮, ২০২০, ২০২১, ২০২২)
৩ - ক্রিস গেইল (২০১১, ২০১২, ২০১৩)
৩ - ডেভিড ওয়ার্নার (২০১৬, ২০১৭, ২০১৯)
লখনউয়ের বিরুদ্ধে নামার আগে, ২৭৯ ম্যাচ এবং ২৭০ ইনিংসে কোহলি, ৩৯.৫৪- এর গড়ে এবং ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে ৮,৯৭০ রান করেছিলেন। তিনি ৮টি সেঞ্চুরি এবং ৬৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। তার সেরা ইনিংস ছিল অপরাজিত ১১৩। কোহলিই আইপিএল ইতিহাসের সর্বাধিক রান শিকারি। ২৬৪ ম্যাচ এবং ২৫৬ ইনিংসে ৩৯.৫৯ গড়ে ৮৫৫২ রান করেছেন। ঝুলিতে আটটি সেঞ্চুরি এবং ৬২টি হাফ সেঞ্চুরি রয়েছে।
সিএলটি টোয়েন্টিতে আরসিবির হয়ে ১৫ ম্যাচে, তিনি ৩৮.৫৪ গড়ে এবং ১৫০.৩৫ স্ট্রাইক রেট সহ ৪২৪ রান করেছেন বিরাট। দু'টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। সেরা স্কোর অপরাজিত ৮৪। এই টুর্নামেন্টেও ফ্র্যাঞ্চাইজির সর্বাধিক রানশিকারি ছিলেন। এই মরসুমেও বিরাট অসাধারণ পারফর্ম করেছেন। ১৩ ম্যাচের ১৩ ইনিংসে ৬০.২০-র গড়ে এবং ১৪৭.৯১-এর স্ট্রাইক রেটে ৬০২ রান করেছেন। তিনি ৭টি হাফ-সেঞ্চুরি করেছেন, সর্বাধিক এখনও পর্যন্ত অপরাজিত ৭৩। বর্তমানে টুর্নামেন্টে তিনি পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক।
আরও পড়ুন: 'ওভার অ্যান্ড আউট'; কিংবদন্তি তকমায় ঝুলিতে ১৪০০০ রান! বিরাট-রোহিতের পর অবসরে কে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)