Home> খেলা
Advertisement

প্রথম টেস্ট জিতেও কলম্বোতে ওপেনিং জুটি ঠিক করতে নাজেহাল বিরাট

প্রথম টেস্ট জিতেও কলম্বোতে ওপেনিং জুটি ঠিক করতে নাজেহাল বিরাট

ওয়েব ডেস্ক: গলে প্রথম টেস্ট জিতেও কলম্বোতে ওপেনিং জুটি ঠিক করতে নাজেহাল বিরাট কোহলি। লোকেশ রাহুল না অভিনব মুকুন্দ? কাকে খেলাবেন তা নিয়ে বেশ দ্বিধায় ভারত অধিনায়ক।গলে ওপেনারদের পারফরম্যান্স কলম্বোতে ব্যাটিং লাইন আপ ঠিক করার ক্ষেত্রে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিল কোহলিদের। লোকেশ রাহুল সুস্থ হয়ে উঠেছেন। ফলে কলম্বোতে তার খেলার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন তিন ধরনের ক্রিকেটে বিরাটের মতো রানের গড় বিশ্বে আর কারও নেই

কিন্তু গলে ওপেনার অভিনব মকুন্দের দ্বিতীয় ইনিংসে করা একাশি রানের ইনিংস চাপ বাড়িয়ে দিয়েছে কোহলিদের উপর।গলে রানের পিচ হওয়া সত্ত্বেও বোলাররা যেভাবে পারফরম্যান্স করেছেন তার ভূয়সী প্রশংসা করেছেন বিরাট কোহলি।

আরও পড়ুন  দ্বিতীয় ইনিংসে বড় রান করার পর কী বললেন অভিনব মুকুন্দ?

Read More