নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ সিরিজ শেষ। ঘরের মাঠে এই বছরের শেষ সিরিজ খেলতে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সামনের বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই দল গঠনে পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। এবার ঘরের মাঠে মিশন ওয়েস্ট ইন্ডিজ।
Hyderabad bound @klrahul11 @IamShivamDube pic.twitter.com/39lLI0uNDC
— Virat Kohli (@imVkohli) December 3, 2019
প্রথম ম্যাচ খেলতে হায়দরাবাদে যাওয়ার পথে মেজাজে কিং কোহলি। বিমানে কেএল রাহুল ও শিবম দুবের সঙ্গে সেলফি তুলে ছবি পোস্ট করেছেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ আন্ডারডগ: কায়রন পোলার্ড
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ(উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।