Home> খেলা
Advertisement

Virat Kohli:৪০ বছরে আগে করেছিলেন গাভাসকর, এবার করে দেখালেন কোহলি! অবাক করা কাণ্ড

Virat Kohli replicates Gavaskar surreal feat: কিংবদন্তি সুনীল গাভাসকরে স্পর্শ করলেন বিরাট কোহলি। একাধিক নজিরে গাভাসকরের সঙ্গে এক আসনে বসলেন বিরাট। রীতিমতো চমকে দেওয়ার মতো মিল দেখে থ পরিসংখ্যানবিদরা। 

 Virat Kohli:৪০ বছরে আগে করেছিলেন গাভাসকর, এবার করে দেখালেন কোহলি! অবাক করা কাণ্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। তিন বছর, চার মাস পর বিরাট কোহলি (Virat Kohli) ফের টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন। কেরিয়ায়ের ২৭ তম টেস্ট সেঞ্চুরি থেকে ২৮ তম টেস্ট সেঞ্চুরি পেতে তাঁর সময় লাগল ১২০৫ দিন। লাল বলের ক্রিকেটে বড় রানের খরাকে একেবারে পাঠালেন মাঠের বাইরে। চলতি বর্ডার-গাভাসকর সিরিজের (BGT 2023) চতুর্থ তথা শেষ টেস্টের চার নম্বর দিনেই বিরাট পেয়ে গেলেন অধরা টেস্ট শতরান। কোহলির লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি দেখার জন্য তীর্থের কাকের মতো বসেছিলেন তাঁর অনুগামীরা। এমনকী প্রতীক্ষা করছিলেন বাইশ গজের মহারথীরাও। অবশেষে এল সেই দিন। আর এই সেঞ্চুরির সঙ্গেই কোহলি স্পর্শ করলেন আরেক কিংবদন্তি সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar)।

আরও পড়ুনVirat Kohli: এ শুধুই কোহলিরই দিন, রবিতে রাজকীয় বিরাট, প্রশংসায় পঞ্চমুখ বাইশ গজ

কোহলি ২০২২ সালের জানুয়ারির পর টেস্টে ৫০ প্লাস রান করেছেন। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে তিনি ৭৯ রান করেছিলেন। কোহলির এই নক কার্যত ঐতিহাসিক হয়ে গেল। কিংবদন্তি সুনীল গাভাসকর ৪০ বছর আগে ৫০ তম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন। সালটা ছিল ১৯৮৩। অবাক করার মতো ব্য়াপার হল যে, কোহলিও তাঁর ৫০ তম টেস্টে সেঞ্চুরি পেলেন গাভাসকরের মতো। দু'জনেই চারে ব্যাট করেছেন। ফারাক একটাই, গাভাসকর ঘরের মাঠে ১৪ তম সেঞ্চুরি পেয়েছিলেন। কোহলি পেলেন ১৩ তম শতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির এটি অষ্টম টেস্ট সেঞ্চুরি। গাভাসকরকে এখানেও স্পর্শ করলেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ক্রিকেটারেরই টেস্ট সেঞ্চুরির সংখ্যা হল আট। এগিয়ে একমাত্র সচিন তেন্ডুলকর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More