নিজস্ব প্রতিবেদন: তাঁকে পছন্দ না করে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয় ব্যাটসম্যানদের পছন্দ করার জন্য যদি একজন ভারতীয়কে দেশ ছাড়তে হয়ে, তাহলে দেশ ছাড়তে হবে বিরাটকেও! কারণ, বিরাট কোহলি নিজে তো টেনিস তারকা রজার ফেডেরার ফ্যান।
Isn't Kohli a Federer fan?
— Mihir (@_buggywhip) November 7, 2018
He should leave India for liking Federer over Yuki or Saketh or Ram. https://t.co/GZPn34uA1R
ঘটনার সূত্রপাত বুধবার। বিরাট কোহলি অফিসিয়াল অ্যাপলিকেশন নামের ব্যক্তিগত অ্যাপে নিজের ‘নিন্দা’ শুনে চটে যেতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। তাঁকে এক ক্রিকেট অনুরাগী ‘ওভার রেটেড’ বলায় ক্ষুব্ধ হন বিরাট। পাল্টা আক্রমণ করে ভারতীয় ক্রিকেট অধিনায়ক বলেন, “এই দেশে থেকে যখন স্বদেশি ক্রিকেটারকেই পছন্দ নয়, বিদেশি ক্রিকেটারকে পছন্দ, তাহলে আপনার এই দেশে থাকাই উচিত নয়। আপনি অন্যত্র চলে যান।” ব্যস! এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ট্রোলড হন বিরাট কোহলি।
আরও পড়ুন- বিরাটের অভূতপূর্ব অনুরোধে ফের বিতর্কের আশঙ্কা!
ক্রিকেট অনুরাগীদের অনেকেই বিরাটকে প্রশ্ন করেছেন, “যারা প্রবাসী ভারতীয়, তাঁরা তাহলে কোন দেশকে সমর্থন করবে”? ভারত অধিনায়কের বিতর্ক মূলক মন্তব্যকে কটাক্ষ করে একজন ক্রিকেট অনুরাগী বলেন, “বিরাট নিজেও সুইস টেনিস তারকা রজার ফেডেরার ফ্যান। তাঁরও তাহলে দেশ ছেড়ে চলে যাওয়া উচিত”।
আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে সিরিজেই কি প্রত্যাবর্তন হবে নির্বাসিত স্মিথ-ওয়ার্নারের?
অজয় মেননের মতো ক্রীড়া সাংবাদিক তথা প্রখ্যাত কলামনিস্ট পর্যন্ত বিরাট কোহলির এই বক্তব্যের সমালোচনা করেছেন। একই সঙ্গে বিরাটকে এই রূক্ষ পথে না হেঁটে ফ্যানদের অনুরাগকে সম্মান প্রদর্শনের পরামর্শ দিয়েছেন তিনি।
Unexpectedly churlish of Virat to go down this route. Millions from other countries idolise him. https://t.co/gw6ZAX3EFo
— Cricketwallah (@cricketwallah) November 7, 2018
বিদেশেও যে লাখ লাখ অনুরাগী তাঁকে আদর্শ হিসেবে মনে করেন, সেকাথও উদ্ধত বিরাটের মাথায় ঢুকিয়ে দিতে চেয়েছেন এই বর্ষীয়ান সাংবাদিক।