নিজস্ব প্রতিবেদন: বিহার, অসমের বন্যা কবলিতদের সাহায্যে এগিয়ে এসেছেন বিরাট-অনু্ষ্কা। রাপিড রেসপন্স, অ্যাকশন এড ও গুঞ্জ- এই তিনটি সংস্থার মাধ্যমে বন্যা কবলিতদের সাহায্য করবেন সেলিব্রিটি দম্পতি। তবে শুধু বিরাট কোহলি আর অনুষ্কা শর্মাই নন, অসম এবং বিহারের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এলেন সানিয়া মির্জা, কেএল রাহুল, কুলদীপ যাদব, ঋদ্ধিমান সাহা, হরমনপ্রীত কৌর, যুজবেন্দ্র চাহল এবং শুভমান গিলরা।
#WeAreTogetherForAssamAndBihar
— Virat Kohli (@imVkohli) July 31, 2020
Our countrymen need us in these troubled times. Let's do our part in helping them.@cornerstoneway @theawarefoundhttps://t.co/DT7Q2tiBLN pic.twitter.com/9AyMHyNw5J
#WeAreTogetherForAssamAndBihar এই আবেদনে সাড়া দিয়ে নিজেদের স্মরণীয় খেলার সরঞ্জাম নিলামে তুলে দিয়েছেন বিরাট-সানিয়া-ঋদ্ধিরা।
#কুলদীপ যাদব দিচ্ছেন নিজের ওয়ান ডে হ্যাটট্রিক করা একটি বল। ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কুলদীপ।
#নিলামে উঠছে বিরাটে কোহলির একজোড়া ব্যাট। তাতে থাকছে কিং কোহলির অটোগ্রাফ।
#ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর দিচ্ছেন কেরিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচে খেলা টিম ইন্ডিয়ার জার্সি।
#অসমের বন্যা দুর্গত মানুষদের জন্য আইপিএল-এ নিজের দ্রুততম হাফ সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলছেন কেএল রাহুল।
#নিজের সই করার টেস্ট জার্সি দিয়েছেন ঋদ্ধিমান সাহা।
#অটোগ্রাফ করা টেস্ট জার্সি তুলে দিয়েছেন শুভমান গিলও।
#আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া বলটিকে নিলামে তুলছেন যুজবেন্দ্র চাহল।
#২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনের মিক্সড ডাবলস জয়ের র্যাকেট নিলামে তুলে দিচ্ছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা।
অসম-বিহারের বন্যা কবলিত মানুষদের পাশে থাকার বার্তা শোনা গেল সকল তারকার মুখেই।
আরও পড়ুন - ত্রিমুকুট জয় নেইমারের পিএসজি-র