জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষবার টেস্ট শতরান করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১২০৫ দিন পর ফের ঝলসে উঠল কিং কোহলির ব্যাট। রবিতে রাজকীয় বিরাট! চলতি বর্ডার-গাভাসকর সিরিজের (BGT 2023) চতুর্থ তথা শেষ টেস্টের চার নম্বর দিনেই বিরাট পেয়ে গেলেন অধরা টেস্ট শতরান। কোহলির লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি দেখার জন্য তীর্থের কাকের মতো বসেছিলেন তাঁর অনুগামীরা। এমনকী প্রতীক্ষা করছিলেন বাইশ গজের মহারথীরাও। কোহলি কেরিয়ারের ২৮ তম সেঞ্চুরি পাওয়ার পরেই ট্যুইটারে উঠেছে শুভেচ্ছার ঝড়। সাধারণ থেকে সেলেব, সকলেই বুঝিয়ে দিচ্ছেন এ শুধুই কোহলিরই দিন।
কোহলি সেঞ্চুরির পথে মাত্র পাঁচটি চার মেরেছেন। এই পরিসংখ্যানই বুঝিয়ে দেয় যে, একজন ক্রিকেটার কতটা ক্যালকুলেটিভ হতে পারেন। মাথার সঙ্গে ব্যাটের সংযোগ ঠিক এই জায়গাতেই নিয়ে গিয়েছিলেন। তৃতীয় দিনের শেষে কোহলি ৫৯ রানে অপরাজিত ছিলেন। গতকালই কোহলির ব্যাট ইঙ্গিত দিয়েছিল যে, এবার দীর্ঘদিনের গুমোট কাটিয়ে মন ছুঁয়ে নেওয়ার কালবৈশাখী আসতে চলেছে কোহলির ব্যাট থেকে। আর এদিন কোহলি ঠান্ডা মাথায় একেবারে বল ধরে ধরে খেলেই তাঁর অনন্য মাইলস্টোন স্পর্শ করে ফেলেন। কোহলি কোথাও এদিন অজি বোলারদের বুঝিয়ে দিয়েছিলেন যে, আজ যেন তাঁকে তাঁরা সেঞ্চুরি করার আগে না থামানোর কথা ভাবেন। কারণ এদিন তিনি সেঞ্চুরি করেই ছাড়বেন। আর সেটাই কোহলি করে দেখালেন। যা লেখা থাকবে ইতিহাসে। এমন ইনিংস মনে থাকবে বহুদিন।