Home> খেলা
Advertisement

Virat Kohli retire: ভারতীয় ক্রিকেটে ফের ইন্দ্রপতন? লাল বলের 'বিরাট-রাজত্ব' থেকে সন্ন্যাস নেবেন কোহলিও?

Virat Kohli Retirement: বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এবার বিরাটও সেই পথে হাঁটতে চলেছেন। তবে কোহলি এখনও সরকারিভাবে কিছু জানাননি।

Virat Kohli retire: ভারতীয় ক্রিকেটে ফের ইন্দ্রপতন? লাল বলের 'বিরাট-রাজত্ব' থেকে সন্ন্যাস নেবেন কোহলিও?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেস্ট ক্রিকেট থেকে এবার অবসর গ্রহণের ইচ্ছা প্রকাশ করল বিরাট কোহলি (Virat Kohli)। বিসিসিআইকে (BCCI) জানিয়ে দিয়েছেন লাল বলের ক্রিকেট তিনি আর খেলতে চান না। কিন্তু ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন কোহলি।

আরও পড়ুন, IPL 2025: এক সপ্তাহের জন্য স্থগিত IPL, ভারত-পাক যুদ্ধ আবহে বড় সিদ্ধান্ত BCCI-এর...

টেস্টে ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলেছেন কোহলি, ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন। এক জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিরাটের অবসরের সিদ্ধান্ত আপাতত ঝুলে রয়েছে বিসিসিআইয়ের অনুরোধে।সামনের মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে রোহিত অবসর নিয়ে নিয়েছেন। বিরাটও সেই পথে হাঁটতে চাইছেন। খুব শীঘ্রই টেস্ট সিরিজের দল নির্বাচন করা হবে। 

রিপোর্ট অনুযায়ী, 'তিনি তার মন তৈরি করেছেন এবং বোর্ডকে জানিয়েছেন যে তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে যাচ্ছেন। বিসিসিআই তাকে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছে কারণ গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফর আসন্ন। তবে কোহলি এখনও সেই অনুরোধে কোনও উত্তর দেননি।' জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফির পর থেকে কোহলি তার টেস্ট ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর তার রান কিছুটা খারাপও হয়ে যায়। 

যদি কোহলি তার মন পরিবর্তন না করেন এবং রোহিত বাদ পড়ে যান, তাহলে ভারতের সামনে একটি অনভিজ্ঞ মিডল অর্ডার থাকবে, যাদের সঙ্গে টপ অর্ডারে থাকবে কেএল রাহুল, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ। সবথেকে বড় বিষয়, দুই অভিজ্ঞ ক্রিকেটারের হাত থাকবে না দলের উপরে, যারা প্রায় ১১ বছর ধরে টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। কোহলি ২০১৪ সালের ডিসেম্বরে ভারতের টেস্ট অধিনায়ক হন এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে রোহিত। 

আরও পড়ুন, Asia Cup 2025: বাতিলের পথে এশিয়া কাপ, ভারতের বাংলাদেশ সফর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More