Home> খেলা
Advertisement

Watch Virat-Anushka Viral Moments Champions Trophy 2025: ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন কোহলি, চুল ঘেঁটে এলোমেলো করে দিলেন অনুষ্কা! ভারতের জয়ে 'বিরাট' আদর মুহূর্তরা ভাইরাল...

India wins Champions Trophy 2025: বিরাট ১ রানে আউট হতেই ভাইরাল বিমর্ষ অনুষ্কার প্রতিক্রিয়া। আর ভারত জিততেই হাসি, কথা, ঠাট্টায় মগ্ন লাভ বার্ডস ধরা পড়ে ক্যামেরায়!

Watch Virat-Anushka Viral Moments Champions Trophy 2025: ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন কোহলি, চুল ঘেঁটে এলোমেলো করে দিলেন অনুষ্কা! ভারতের জয়ে 'বিরাট' আদর মুহূর্তরা ভাইরাল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাভ বার্ডস হিসেবে বিরুষ্কা জুটি সবসময়ই হিট। তাঁদের 'কাপল মোমেন্ট' ক্যামেরাবন্দি হতেই তা ভাইরাল হয়ে যায়। রবিবার ভারত চ্যাম্পিয়নস ট্রফি জেতার পরও ভাইরাল বিরাট-অনুষ্কার এরকম অসংখ্য ভিডিয়ো। কোথাও দেখা গেল, জেতা মাত্র বিরাট দৌড়ে এসে গ্যালারিতে থাকা অনুষ্কাকে জড়িয়ে ধরছেন, উষ্ণ আলিঙ্গনের আদরে তখন আবেগঘন জুটি। কখনও দেখা গেল, মাঠের ধারে দুজনে একসঙ্গে দাঁড়িয়ে মজা করছেন, হাসছেন, কথা বলছেন। আবার কখনও দেখা গেল, অনুষ্কাকে বিরাটের মাথায় হাত বুলিয়ে চুল ঘেঁটে এলোমেলো করে দিতে। 

জয়ের জন্য টার্গেট ছিল ২৫২। রান তাড়া করতে নেমে কোহলি অবশ্য আউট হয়ে যান ১ রানেই। ফাইনালে প্রসন্ন হয়নি 'বিরাট' ভাগ্য। বিরাট ১ রান করে আউট হতেই, দর্শকাসনে বসা অনুষ্কাকে দেখা যায় চোখ বুজে ঠোঁটে আঙু দিয়ে বসে থাকতে। ভাইরাল হয়ে যায় অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া।

এরপর টান টান ম্যচে ভারত রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিতেই কোহলি ছুটে যান গ্যালারিতে থাকা অনুষ্কার দিকে। জড়িয়ে ধরেন অনুষ্কাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ে, কিং কোহলিকে 'টাইট হাগ' করতে দেখা যায় অনুষ্কাকে।

এরপর আরেকটি ভিডিয়োতে দেখা যায়, মাঠের বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে বিরুষ্কা জুটি। অনুষ্কার হাতে একটি এনার্জি ড্রিংকসের বোতল তুলে দেন কোহলি। হাসি, কথা, ঠাট্টায় মগ্ন লাভ বার্ডস ধরা পড়ে ক্যামেরায়!

পরে অনুষ্কা শর্মাকে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমেও দেখা যায়। টিম ইন্ডিয়ার অন্য সদস্যদেরও শুভেচ্ছা জানান তিনি। সেইসময় ড্রেসিং রুমের ভিতর বিরাটের চুল ঘেঁটে এলোমেলো করে দিতেও দেখা যায় বিরাট-ঘরণীকে। উল্লেখ্য শেষ ২ ম্যাচে সেমিফাইনাল ও ফাইনালে উপস্থিত ছিলেন অনুষ্কা। 

শুধু কোহলি নয়, ফাইনাল ম্যাচ জেতার পর স্ত্রী-মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায় রোহিত শর্মাকেও।  ভারত ২৫২ রানের লক্ষ্যমাত্রা সফলভাবে তাড়া করে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

আরও পড়ুন, 80000 crore gold reserve in Indus: জলে মিশে সোনা! ৮০০০০ কোটির স্বর্ণভান্ডার! ভাগ্য খুলে গেল ভারতের পড়শি দেশের...

Britain's worst rapist: 'পছন্দ ঘুমন্ত মহিলাদের সঙ্গে সেক্স'! নিজের ফ্ল্যাটেই ৬০ মহিলাকে...'নিকৃষ্ট ধর্ষক' এই যুবক!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More