Home> খেলা
Advertisement

কোয়ারেন্টিনে ফিটনেস ট্রেনিং শুরু Virat Kohli-র, দেখুন ভিডিয়ো

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। তারপর মেয়ের বাবা হয়েছেন বিরাট। অস্ট্রেলিয়া সফরে বাকি তিন টেস্টে না খেললেও দেশের মাটিতে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্বে ফিরছেন কিং কোহলি।

কোয়ারেন্টিনে ফিটনেস ট্রেনিং শুরু Virat Kohli-র, দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: বাবা হওয়ার পর আবার বাইশ গজে ফিরতে চলেছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আবার ভারতীয় দলের নেতৃত্বে ফিরছেন তিনি। আপাতত চেন্নাইয়ে কোয়ারেন্টিনে রয়েছেন কিং কোহলি। হোটেলে ফিটনেস ট্রেনিং শুরু করলেন তিনি। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছেন ক্যাপ্টেন কোহলি নিজেই।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

 

ভিডিয়োতে দেখা গিয়েছে, ইনডোর এক্সারসাইজ বাইকে ফিটনেস ট্রেনিং করছেন বিরাট কোহলি। সঙ্গে PropheC music চলছে সেঠাও নিজেই পোস্টে লিখেছেন বিরাট কোহলি। পোস্টে কিং কোহলি লিখেছেন, "প্রফেসি মিউজিক সঙ্গে জিমের সরঞ্জাম, কোয়ারেন্টিনের দিনগুলিতে এগুলি ভীষণ প্রয়োজনীয়।"

আরও পড়ুন- Quarantine পর্ব শেষ, ভারতের মাটিতে ট্রেনিং শুরু England-এর দুই মহাতারকার

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। তারপর মেয়ের বাবা হয়েছেন বিরাট। অস্ট্রেলিয়া সফরে বাকি তিন টেস্টে না খেললেও দেশের মাটিতে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্বে ফিরছেন কিং কোহলি। রুটদের বিরুদ্দে সিরিজ শুরুর আগে থেকেই ফিটনেস ট্রেনিং শুরু করে দেন তিনি। এবার হোটেলে কোয়ারেন্টিনেও শরীরচর্চায় ব্যস্ত কোহলি। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু প্রথম টেস্ট।

আরও পড়ুন- ভাল আছেন, চিকিৎসকদের পরামর্শে কেবিনে হাঁটাচলা করলেন Sourav Ganguly

Read More