Home> খেলা
Advertisement

লক্ষ্মণের বিশ্বকাপ দলে দীনেশ কার্তিক, নেই ঋষভ পন্থ!

লক্ষ্মণ অবশ্য তাঁর ১৫ জনের দলে রেখেছেন বাঁ হাতি পেসার খলিল আহমেদকে।  

 লক্ষ্মণের বিশ্বকাপ দলে দীনেশ কার্তিক, নেই ঋষভ পন্থ!

নিজস্ব প্রতিবেদন : প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে একমত ভিভিএস লক্ষ্মণ। আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল বেছে নিলেন তিনি। এবার সেই দল থেকে বাদ পড়লেন ঋষভ পন্থ। তাঁর মতে, ধোনি আর দীনেশ কার্তিক এই দুজনই ইংল্যান্ডের উড়ানের টিকিট পেতে পারেন।

লক্ষ্ণণের মতে, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দীনেশ কার্তিকের অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত্। ঋষভ পন্থ সাদা বলের ক্রিকেটে সেভাবে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। তরুণ ক্রিকেটার ঋষভের হলেন আগামীর তারকা। আর এই প্রসঙ্গেই সৌরভের সঙ্গে একমত লক্ষ্মণ। লক্ষ্মণ অবশ্য তাঁর ১৫ জনের দলে রেখেছেন বাঁ হাতি পেসার খলিল আহমেদকে।  

একনজরে দেখে নিন ভিভিএস লক্ষ্মণের বিশ্বকাপ দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রায়াডু, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, জশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, কেএল রাহুল, দীনেশ কার্তিক, খলিল আহমেদ

আরও পড়ুন -  আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে 'চাকদহ এক্সপ্রেস'

 

Read More