Home> খেলা
Advertisement

Arjun Tendulkar: অর্জুনের লক্ষ্যভেদ! নিখুঁত ইয়র্কার, ছিটকে গেল ১৫.২৫ কোটির ক্রিকেটারের উইকেট

অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) নিয়ে চলছে আলোচনা!

Arjun Tendulkar: অর্জুনের লক্ষ্যভেদ! নিখুঁত ইয়র্কার, ছিটকে গেল ১৫.২৫ কোটির ক্রিকেটারের উইকেট

 নিজস্ব প্রতিবেদন: অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে এখনও পর্যন্ত আইপিএলে ( Indian Premier League, IPL 2022) একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। সচিন পুত্রের আইপিএল অভিষেকের অপেক্ষায় অনুরাগীরা। 

বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএলের 'এল ক্লাসিকো'। মুখোমুখি ক্রোড়পতি লিগের দুই হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। হাইভোল্টে়জ মহারণের আগে মুম্বই অর্জুনের একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে যে নেটে অর্জুনের নিখুঁত ইয়র্কার ছিটকে দিয়েছে মুম্বইয়ের তারকা ব্যাটার ঈশান কিশানের (Ishan Kishan) স্টাম্প। ১৫.২৫ কোটি টাকার ক্রিকেটার বুঝতেই পারেননি অর্জুনের বল। এই ভিডিও প্রকাশের সঙ্গেই টুইটারে ট্রেন্ড করতে শুরু করেন অর্জুন। ফ্যানদের প্রশ্ন কবে অর্জুন সুযোগ পাবেন নীল জার্সিতে আইপিএল খেলার!

দিন পাঁচেক আগে মহম্মদ আজহারউদ্দিন বলেছিলেন, মুম্বই এবার অর্জুনকে পরখ করে দেখুক। এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছিলেন, "নতুন খেলোয়াড়দের পরখ করে দেখতে হবে। মুম্বইয়ের অর্জুনকে একটা সুযোগ দেওয়া উচিত। ও কিন্তু ভাল করছে। তেন্ডুলকর নামটা মাঠে সৌভাগ্য নিয়ে আসবে!"

গত মরশুমে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই। কিন্তু চোটের জন্য় মুম্বইয়ের হয়ে একটি ম্য়াচও খেলা হয়নি বছর বাইশের ক্রিকেটারের। মুম্বই ছেড়ে দেয় অর্জুনকে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন রোহিত শর্মা (১৬ কোটি টাকা), বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা) ও কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রেখেছিল। ৪৮ কোটি টাকা নিয়ে নিলামে নেমে অর্জুনকে ফের ৩০ লক্ষ টাকায় কেনে মুম্বই।

আরও পড়ুন: Pele: কোলন ক্যানসার নিয়ে ফের হাসপাতালে 'ফুটবল সম্রাট'

আরও পড়ুন: IPL 2022: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, Eden Gardens-এ ২টি প্লে-অফ!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More