Home> খেলা
Advertisement

বাবার গোলের সেলিব্রেশন নকল করে ভাইরাল মেসির ছেলে

লিও মেসির এই ট্রেডমার্ক সেলিব্রেশন হুবহু নকল করলেন মেসির চার বছরের ছেলে ...

বাবার গোলের সেলিব্রেশন নকল করে ভাইরাল মেসির ছেলে

নিজস্ব প্রতিবেদন : গোলের পর কেমনভাবে সেলিব্রেট করেন লিওনেল মেসি! সেটা ফুটবলপ্রেমীদের সকলেরই জানা। দুই হাতে শূন্যে তুলে যেন ঈশ্বরকে অভিনন্দন জানান ফুটবলের যুবরাজ। লিও মেসির এই ট্রেডমার্ক সেলিব্রেশন হুবহু নকল করলেন মেসির চার বছরের ছেলে মাতেও মেসি।

 

মেসির চার বছরের ছেলে মাতেও গোল করে বাবার মতো সেলিব্রেশনে মেতে উঠল। আর সেই ছবি ক্যামেরা বন্দি করেছেন মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন - অবসর জল্পনা উস্কে ধোনিকে নিয়ে টুইট বিরাটের! অনেক 'শিক্ষা' হয়েছে বললেন কোহলি

অ্যান্তোনেলা সেই ছবি পোস্ট করে লেখেন, " হ্যাপি বার্থ ডে আমার ভালবাসা। এভাবেই সারাজীবন খুশি থাকো আর এরকমই কিউট থেকো। আমরা তোমাকে ভালবাসি মাতেও।''

 

 

Read More