নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রান না পেলেও দুরন্ত ক্যাচ ধরে নজর কাড়লেন পৃথ্বী শ। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে উড়ন্ত পৃথ্বীর দুরন্ত ক্যাচ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- ISL 2020-21: ভালসকিসের জোড়া গোলে জিতল জামশেদপুর; মরসুমে প্রথম হার এটিকে মোহনবাগানের
ভারতীয় পেসার উমেশ যাদবের একটি বাউন্সার পুল মারতে গেলে ব্যাটে-বলে সেভাবে কানেক্ট হয়নি টিম পেইনের। লেগ গালিতে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন পৃথ্বী শ। সেই সময় পিছন দিকে শরীর শুন্যে ছুঁড়ে দিয়ে এক হাতে পেইনের ক্যাচ ধরেন পৃথ্বী শ। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে পড়েছে। পৃথ্বীর দুরন্ত ক্যাচ দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরাও।
Good catch by Shaw!
— cricket.com.au (@cricketcomau) December 7, 2020
Paine's gotta go for 44 after a century stand with Green. Watch #AUSAvIND live: https://t.co/MfBZAvzAkr pic.twitter.com/yvhTgS1IvE
প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক আজিঙ্কে রাহানে ১১৭ রান করেন। ৫৪ রান করেন চেতেশ্বর পূজারা। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছে অস্ট্রেলিয়া এ দল। ভারতে হয়ে উমেশ যাদব তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ এবং রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন- কনকাশন সঙ্গে হ্যামস্ট্রিংয়ে চোট; অজিদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে জাদেজার খেলা নিয়ে সংশয়