নিজস্ব প্রতিবেদন: চেন্নাইতে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত শতরান করে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন শিমরন হেটমায়ার। কলকাতায় আইপিএল-এর নিলাম ঘরে তাঁর দর যে উঠবে তার আগাম ইঙ্গিত মিলেছিল। বাস্তবে হলও তাই। ৭ কোটি ৭৫ লাখ টাকায় হেটমায়ারকে কিনল দিল্লি। আর তার পরেই ক্যারিবিয়ান তারকার ডান্স ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
He sent the ball flying in Chennai
— Delhi Capitals (@DelhiCapitals) December 19, 2019
And now @SHetmyer will fly to Delhi #IPLAuction #IPL2020Auction #ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/zV19aP5Xmb
২০১৯ সালের আইপিএলে বিরাটের দলে ছিলেন হেটমায়ার। কিন্তু সেভাবে গত আইপিএল-এ নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। আর তাই এই মরশুমে তাঁকে রিটেন করেনি আরসিবি। রিলিজ হওয়া হেটমায়ারের নিলামে বেস প্রাইস ছিল মাত্র ৫০ লক্ষ টাকা। কিন্তু নিলামে চড়়া দাম উঠতে পারে হেটমায়ারের। এমনটা ইঙ্গিত মিলেছিল। শেষ পর্যন্ত বিকিকিনির বাজারে হেটমায়ারের দর উঠল ৭ কোটি ৭৫ লক্ষ টাকা।
Us: Hi, Mr. Shimron. Welcome to DC! Can you please share a message for our fans?
— Delhi Capitals (@DelhiCapitals) December 19, 2019
1 minute later@SHetmyer:#IPLAuction2020 #IPLAuction #ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/NrcjO03sJO
এবারের নিলামে ষষ্ঠ সর্বোচ্চ দামি ক্রিকেটারের নাম শিমরন হেটমায়ার। স্বাভাবিকভাবেই বেশ খুশি ক্যারিবিয়ান বাঁ হাতি ব্যাটসম্যান। দিল্লির ফ্যানদের জন্য তাঁর কি বার্তা রয়েছে? এর উত্তরে নিজের উচ্ছ্বাস আর ধরে রাখতে পারেননি তিনি। ক্যারিবিয়ান তারকা কোমর দোলালেন। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায়।
আরও পড়ুন - IPL 2020 Auction: ৪৮ বছরের এই ক্রিকেটারকে কিনল কলকাতা