Home> খেলা
Advertisement

হার্দিক পাণ্ডিয়াকে পিছনে বসিয়ে অটো চালালেন শিখর ধাওয়ান!

হার্দিক পাণ্ডিয়াকে পিছনে বসিয়ে অটো চালালেন শিখর ধাওয়ান!

ওয়েব ডেস্ক: শিখর ধাওয়ান এবং হার্দিক পাণ্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খুবই ভাল খেলেছিলেন। শিখর ধাওয়ান তো দুটো সেঞ্চুরিসহ ৩৫৮ রান করে টেস্ট সিরিজের ম্যান অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছিলেন। এই টেস্ট সিরিজেই অভিষেক হয় হার্দিক পাণ্ডিয়ার। তিনিও ৪টি উইকেট নেওয়ার পাশাপাশি মোট ১৭৮ রান করেছিলেন। টেস্ট সিরিজ আগেই শেষ হয়ে গিয়েছে। এখন চলছে, একদিনের ম্যাচের সিরিজ। তৃতীয় একদিনের ম্যাচের আগে হালকা মেজাজে ছিলেন দু'জনই।

আরও পড়ুন এই ভারতীয় দলকে নিয়ে চিন্তায় রয়েছেন আমলা এবং ডুপ্লেসি

তাই শ্রীলঙ্কার রাস্তায় দু'জনে বেরিয়ে পড়েন অটো নিয়ে! মজার কথা, শিখর ধাওয়ান চালাচ্ছিলেন সেই অটো! আর সেই অটোর পিছনে যাত্রী হিসেবে বসেছিলেন হার্দিক পাণ্ডিয়া! হার্দিক তো আবার মেজাজে গান গাইছিলেন। দু'জনের অটো নিয়ে এমন কেরামতি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার আপনিও দেখে নিন সেই ছবি।

 

 

Daddy D di Auto Rickshaw Ride @hardikpandya93

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

Read More