Home> খেলা
Advertisement

Australian Open 2020: ফোরহ্যান্ড রিটার্ন সজোরে লাগল বলগার্লের গালে, প্রথমে আদর পরে চুম্বন নাদালের

ম্যাচ জিতে সহজেই তৃতীয় রাউন্ডে চলে গেলেন ১৯ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

Australian Open 2020: ফোরহ্যান্ড রিটার্ন সজোরে লাগল বলগার্লের গালে, প্রথমে আদর পরে চুম্বন নাদালের

নিজস্ব প্রতিবেদন:  অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে সহজেই তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন রাফা নাদাল। এদিন কোর্টে নাদাল ঝড় নয়, রাফার আদরের স্পর্শে  মেলবোর্নের মন জয় করে নিলেন স্প্যানিশ নাদাল।

রড লেভার এরিনায় আর্জেন্টিনার ফেডেরিকো দেলবনিসের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ফাইনাল সেটের খেলা চলছে। একটি ফোরহ্যান্ড রিটার্ন সোজাসুজি গিয়ে লাগে নেটের পাশে দাঁড়িয়ে থাকা এক বল গার্লের গালে। সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে নাদাল এগিয়ে যান ওই বলগার্লের দিকে। কাছে গিয়ে রাফা তাকে জিজ্ঞেস করেন লেগেছে কিনা। এরপর আদর আর তারপর গালে স্নেহের চুম্বন দিলেন নাদাল।

গোটা রড লেভার এরিনা তখন এমন দৃশ্য দেখে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানায়। ম্যাচ জিতে সহজেই তৃতীয় রাউন্ডে চলে গেলেন ১৯ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ম্যাচ শেষে তাই নিজের হেয়ারব্যান্ডটি ওই বল গার্লকে দিয়ে যান রাফা নাদাল।

আরও পড়ুন - NZ vs IND: আজ সিরিজ শুরু অকল্যান্ডে; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন

Read More