নিজস্ব প্রতিবেদন: মোহনবাগানকে আই লিগ জিতিয়েই আইএসএলে পাড়ি দিলেন কিবু ভিকুনা। কেরালা ব্লাস্টার্স এর নতুন কোচ হলেন আই লিগ জয়ী স্প্যানিশ কোচ। বেশ কিছুদিন ধরেই কিবুর কেরালায় যোগদান নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জল্পনার অবসান।
Kerala Blasters FC have parted ways with the Head Coach, Eelco Schattorie.
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) April 22, 2020
We'd like to thank Eelco for his efforts and services during his tenure and wish him the best for the future.#KeralaBlasters pic.twitter.com/OMZ4hGJJAD
বুধবার সকালেই প্রাক্তন কোচ এলকো শাতোরির সঙ্গে চুক্তি ভঙ্গ করে কেরালা। সন্ধ্যাতেই কেরালা নতুন কোচ হিসেবে কিবুর নাম ঘোষণা করে দেয় ফ্রাঞ্চাইজি দলটি। ফলে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেও বিদায় নিতে হচ্ছে স্প্যানিশ কোচকে।
Signings on Wednesday
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) April 22, 2020
Mentor
Champion
We are happy to announce that Kibu Vicuña will take over as Head Coach for the upcoming season! #YennumYellow #SwagathamKibu pic.twitter.com/cq8NNcaoGy
আসলে নতুন মরশুমে এটিকে সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএল খেলবে মোহনবাগান। নতুন দলের চিফ কোচ হিসেবে ইতিমধ্যেই আইএসএল জয়ী কোচ হাবাসের নাম ঘোষণা করেছেন সঞ্জীব গোয়েঙ্কা। তাই নতুন চ্যালেঞ্জ নিয়ে কেরালা পাড়ি দিতে হল মোহনবাগানের আই লিগ জয়ী কোচকে।
বলাই বাহুল্য নতুন মরসুমে আইএসএল এর অন্যতম ইউএসপি হতে চলেছে এটিকে-মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচে হাবাস আর ভিকুনার স্ট্যাটেজির লড়াই। মোহনবাগানে তাঁর সহকারি থাকা থমাস আর ফিজিক্যাল ট্রেনার পাউলিশকেও কেরালায় নিয়ে যাচ্ছেন কিবু। মোহনবাগানের আই লিগের অন্যতম নায়ক বেইটিয়াকেও দেখা যেতে পারে কিবুর কেরালা ব্লাস্টার্সে।
আরও পড়ুন - নতুন নামে AFC কাপ খেলতে পারবে মোহনবাগান; জানাল ফেডারেশন