নিজস্ব প্রতিবেদন : ৮ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়েই করোনা পরবর্তী সময়ে বাইশ গজে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। মারণ ভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট।
করোনা উদ্বেগের মাঝেই ইংল্যান্ডে সিরিজ খেলতে ৯ জুন ম্যাঞ্চেস্টারে পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইংল্যান্ডে পৌঁছেই নিয়মমাফিক কোয়ারেন্টিনে চলে যায় সফরকারী দলের প্রত্যেক সদস্যই। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মঙ্গলবারই সরকারিভাবে কোয়ারেন্টিন শেষ হয় জেসন হোল্ডারদের। আর তার পরেই অনুশীলনও শুরু করে দিয়েছেন কেমার রোচরা। এমনকী নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলছেন তাঁরা।
Great to have @windiescricket at @EmiratesOT playing the first cricket match of the summer
— Emirates Old Trafford (@EmiratesOT) June 23, 2020
The start of more to come pic.twitter.com/rwZMb1gDdZ
#একনজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি:
প্রথম টেস্ট : ৮-১২ জুলাই, হ্যাম্পশায়ার
দ্বিতীয় টেস্ট : ১৬-২০ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড
তৃতীয় টেস্ট: ২৪-২৮ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড
সব কটি ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের নতুন নামকরণ করা হয়েছে। এই সিরিজের নাম দেওয়া হয়েছে 'রেইজ দ্য ব্যাট'।
আরও পড়ুন - এবার করোনায় আক্রান্ত বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ