Home> খেলা
Advertisement

অনুজ সিন্ধুর সাফল্যে কী বললেন সাইনা?

আজ থেকে ঠিক চার বছর আগে। ২০১২ লন্ডন অলিম্পিক। 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ'-এ সাইনার ব্রোঞ্জজয় এক লহমায় সারা দেশের খেলাধুলোর ফোকাসে নিয়ে আসে ব্যাডমিন্টনকে। আজ ২০১৬ রিও অলিম্পিকে সেই ব্যাডমিন্টন থেকেই দেশকে রুপো এনে দিলেন পি ভি সিন্ধু।

অনুজ সিন্ধুর সাফল্যে কী বললেন সাইনা?

ওয়েব ডেস্ক : আজ থেকে ঠিক চার বছর আগে। ২০১২ লন্ডন অলিম্পিক। 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ'-এ সাইনার ব্রোঞ্জজয় এক লহমায় সারা দেশের খেলাধুলোর ফোকাসে নিয়ে আসে ব্যাডমিন্টনকে। আজ ২০১৬ রিও অলিম্পিকে সেই ব্যাডমিন্টন থেকেই দেশকে রুপো এনে দিলেন পি ভি সিন্ধু।

যেদিন সিন্ধু পদক জয় নিশ্চিত করতে সেমিফাইনালে লড়তে নামছেন, সেদিনও চোটে-আঘাতে কাবু সাইনা হাঁটুর অস্ত্রোপচারের জন্য হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি হন। চোটের কারণে এবার অলিম্পিক থেকে অনেক আগেই ছিটকে যান সাইনা। এদিকে সাইনা ব্যর্থ হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যান টিটকিরি। জনৈক 'ক্রীড়াপ্রেমী' সাইনাকে 'ব্যাগ গুছিয়ে নেওয়ার' পরামর্শও দেন।

fallbacks

তবে এসবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে সাইনা যে জবাব দেন, তা সত্যিই প্রশংসনীয়। 'নেটবন্ধু'কে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে অনুজ সিন্ধুর সাফল্যে অভিনন্দনও জানান তিনি,

fallbacks

পরে অবশ্য নিজের 'কৃতকর্মে' জন্য ক্ষমা চান ওই যুবক। যার উত্তরে সাইনা বলেন,

fallbacks

Read More