Home> খেলা
Advertisement

আইপিএলের সংসারে ফিরে প্রথমেই কী করলেন গেইল!

'ইটস দ্য টাইম টু ডিস্কো'। হ্যাঁ, ক্রিস গেইল, বিরাট কোহলিকে দেখে তাই মনে হচ্ছে। আইপিএলে ধামাকাদার পারফরম্যান্স না করতে পারলেও সেলিব্রেশনে এতটুকুও খামতি নেই রয়্যাল চ্যালেঞ্জার্সের চ্যালেঞ্জার্সদের। বেঙ্গালুরুর চ্যালেঞ্জার্সরা বেশ খুশ মেজাজেই রয়েছেন বলে মনে হচ্ছে। আর থাকবেন নাই বা কেন, সদ্যই বাবা হওয়ার আনন্দ নিয়ে আইপিএলে মনোনিবেশ করেছেন ক্রিস গেইল। আর বিরাট কোহলির তো এখন মজাই মজা। অনুষ্কা শর্মার সঙ্গে মনোমালিন্যের বরফ প্রায় গলে জল হওয়ার পথে। প্রেমিকার অভিমানের বরফে চিড় ধরাতে পেরেছেন। তাই তাঁকেও দেখা গেল অন্য মুডে। গেইল-বিরাটের সেলিব্রেশনে সঙ্গী হয়েছেন শ্যেন ওয়াটসনও। তিনি গিটার হাতে মাতাচ্ছেন আর তাতে কোমর দুলছে গেইল-বিরাটের। অবশ্য কোমর দুলছে বললে ভুল হবে, তাঁদের পা যা নাচছে, তাতে ডিস্কো ঠেকের ভূমি দুলছে।

আইপিএলের সংসারে ফিরে প্রথমেই কী করলেন গেইল!

ওয়েব ডেস্ক: 'ইটস দ্য টাইম টু ডিস্কো'। হ্যাঁ, ক্রিস গেইল, বিরাট কোহলিকে দেখে তাই মনে হচ্ছে। আইপিএলে ধামাকাদার পারফরম্যান্স না করতে পারলেও সেলিব্রেশনে এতটুকুও খামতি নেই রয়্যাল চ্যালেঞ্জার্সের চ্যালেঞ্জার্সদের। বেঙ্গালুরুর চ্যালেঞ্জার্সরা বেশ খুশ মেজাজেই রয়েছেন বলে মনে হচ্ছে। আর থাকবেন নাই বা কেন, সদ্যই বাবা হওয়ার আনন্দ নিয়ে আইপিএলে মনোনিবেশ করেছেন ক্রিস গেইল। আর বিরাট কোহলির তো এখন মজাই মজা। অনুষ্কা শর্মার সঙ্গে মনোমালিন্যের বরফ প্রায় গলে জল হওয়ার পথে। প্রেমিকার অভিমানের বরফে চিড় ধরাতে পেরেছেন। তাই তাঁকেও দেখা গেল অন্য মুডে। গেইল-বিরাটের সেলিব্রেশনে সঙ্গী হয়েছেন শ্যেন ওয়াটসনও। তিনি গিটার হাতে মাতাচ্ছেন আর তাতে কোমর দুলছে গেইল-বিরাটের। অবশ্য কোমর দুলছে বললে ভুল হবে, তাঁদের পা যা নাচছে, তাতে ডিস্কো ঠেকের ভূমি দুলছে।

বিরাট-গেইলের নাচের ভিডিওটা দেখে নিন।

 

Read More