নিজস্ব প্রতিবেদন: উলটপুরাণের আইপিএল। কেউ দলপতিকে ঘরে ফেরাল, আবার কারও দলপতিই নেই! নির্বাসিত চেন্নাইয়ের আইপিএল ওয়াপসি হওয়ায় দলে ফিরেছেন 'মধ্যমণি'। দিল্লি ফিরিয়েছে তাঁদের ঘরের ছেলে গৌতিকেও। রাহানে ফিরেছেন রাজস্থানে। যুবরাজকে পঞ্জাবে ফিরিয়েছেন জিন্টা। আর এসবের মধ্যেই কেকেআর সাঁতার কাটল স্রোতের বিপরীতে। দল আছে, কিন্তু দলপতি নেই। কে হবে কলকাতার 'যুবরাজ'? পাল্লাভারী দীনেশ কার্তিকের।
Captains in #IPL2018:
— #IPLAuction #IPL2018 (@IPLCricket) January 28, 2018
CSK - Dhoni
DD - Gambhir
KKR - Karthik ?
RCB - Kohli
KXIP - Gayle? Ashwin? Yuvraj? Miller?
RR - Smith/Rahane
MI - Rohit
SRH - Warner
আরও পড়ুন- আইপিএলের নিলামে ভারতীয়দের মধ্যে 'দামি' উনাদকাট
কেকেআর-এর দু'বারের চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীরকে এবার ছেড়ে দিয়েছে বাদশাহী ম্যানেজমেন্ট। সুযোগ কাজে লাগিয়ে চ্যাম্পিয়নকে নিজেদের অধিনায়ক করে নিয়েছে দিল্লিও। কোচ রিকি পন্টিংয়ের নির্দেশেই গৌতিকে অধিনায়কের মুকুট দিয়েছে ডেয়ারডেভিলস। অন্যদিকে, অধিনায়কের পদে শক্তপোক্ত নেতা নির্বাচন করেই রেখেছে মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু। ফলে এখন প্রশ্ন উঠছে রাজস্থান, কেকেআর এবং পঞ্জাবকে নিয়েই।
আরও পড়ুন- প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হল সন্দীপের
চেন্নাইয়ের সঙ্গে রাজস্থান রয়্যালসও এবার কামব্যাক করছে। ব্লু ব্রিগেড ঘরের ছেলে রাহানের সঙ্গেই ঘর তুলেছে পুণের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের তাবড় ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা স্টিভ স্মিথকে। সেক্ষেত্রে এই দুইয়ের একজন এবারের রাজস্থানে রয়্যালসকে নেতৃত্ব দেবেন, এমনটাই ধারণা।
আরও পড়ুন- সুপার বদলে চেন্নাই হল 'সিনিয়র' কিংস!
এদিকে পঞ্জাবের নেতৃত্ব নিয়েও রয়েছে নানান জটিলতা। ম্যাক্সওয়েল এবার নেই, অধিনায়ক হিসেবে একেবারেই সফল নন যুবি, সেক্ষেত্রে মিলার কিংবা অশ্বিনকেও দেওয়া হতে পারে কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটন। উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক থাকছেন রোহিত শর্মাই। এমনকী হায়দরাবাদে ডেভিড ওয়ার্নার এবং আরসিবি-তে অধিনায়কত্ব করতে দেখা যাবে বিরাট কোহলিকেই।
Some familiar faces along with the addition of new ones! Here are your #KnightsOf2018!
— KolkataKnightRiders (@KKRiders) January 28, 2018
After two days of hard work in the VIVO #IPLAuction, these 19 Knights will don the purple and gold #KKR jersey in the upcoming @IPL season! #KorboLorboJeetbo pic.twitter.com/YYSqX4WMwc
খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়