Home> খেলা
Advertisement

Ashwani Kumar Mumbai Indians: কলা খেয়ে চাপ কাটিয়েছেন গ্রামের ছেলে, আইপিএল অভিষেকে ইতিহাস লেখা অশ্বিনী কে?

Ashwani Kumar Mumbai Indians: অনামী থেকে রাতারাতি প্রচারের আলোয়, কে এই অশ্বিনী কুমার?

Ashwani Kumar Mumbai Indians: কলা খেয়ে চাপ কাটিয়েছেন গ্রামের ছেলে, আইপিএল অভিষেকে ইতিহাস লেখা অশ্বিনী কে?

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরব সাগরের তীরে সোম সন্ধ্যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে, চলতি আইপিএলের প্রথম জয়ের লক্ষ্যে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। মুম্বই বল হাতে জয়ের প্রাথমিক মঞ্চটা গড়ে ফেলেছে। অজিঙ্কা রাহানেরা টস হেরে প্রথমে ব্যাট করলেন। হার্দিক পাণ্ডিয়াদের বিরুদ্ধে মাত্র ১৬.২ ওভারে ১১৬ রান করে গুটিয়ে গেল কেকেআর! 

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

রাতারাতি প্রচারের আলো কেড়ে নিলেন ২৩ বছরের পঞ্জাবি পেসার অশ্বিনী কুমার (Ashwani Kumar)! এদিন অশ্বিনী ইতিহাস লিখলেন ওয়াংখেড়েতে। প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএল অভিষেকে তুলে নিলেন ৪ উইকেট। অজিঙ্কা রাহানে, আন্দ্র রাসেল, রিঙ্কু সিং ও মণীশ পাণ্ডের মতো ব্যাটাররা তাঁর শিকার হলেন। ইনিংস বিরতিতে চার উইকেট নিয়ে অশ্বিনী বলেন, 'খুব ভালো লাগছে, শুরুতে চাপ অনুভব করছিলাম, তবে দলের পরিবেশ এমনই যে, আমি সেভাবে চাপ অনুভব করতে পারিনি বেশিক্ষণ। শুধু একটা কলা খেয়েছি, চাপ ছিল বলেই হয়তো খিদে পাচ্ছিল। বোলিংয়ের পরিকল্পনা করেছিলাম, কিন্তু দল আমাকে বলেছিল অভিষেক উপভোগ করতে এবং আমি যা বল করেছি তাই বল করতে। হার্দিক ভাই আমাকে শর্ট বল করার পাশাপাশি ব্যাটারদের শরীরের টার্গেট করে বল করতে বলেছিল, আমি উইকেট পেয়েছি। আমার গ্রামে সবাই খেলা দেখছে। তারা আমার অভিষেকের অপেক্ষা করছিল, এবং ঈশ্বরের কৃপায় আজ রাতে আমি একটি সুযোগ পেয়েছি।
 
কে এই অশ্বিনী? কী তাঁর বায়োডেটা? মোহালিতে জন্মানো অশ্বিনী শের-ই-পঞ্জাব টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁর পারফর্ম করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তরুণ এই ফাস্ট বোলার ডেথ ওভারে বোলিং করার পরিচিত। ২০২৫ সালের আইপিএল মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ৩০ লক্ষ টাকায় কিনে নেয়। গতবছর তিনি পঞ্জাব কিংস দলের অংশ ছিলেন তবে একটিও ম্যাচও খেলার সুযোগ পাননি। ২০২২ সালে সৈয়দ মুসতাক আলি ট্রফিতে পঞ্জাবের হয়ে অভিষেক হয়েছিল অশ্বিনীর এবং চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। টুর্নামেন্টে ৮.৫ ইকোনমিতে তিন উইকেট নিয়েছিলেন। পাঞ্জাবের হয়ে দুটি প্রথম-শ্রেণির ম্যাচ এবং চারটি লিস্ট এ ম্যাচও খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউটদের কুর্নিশ করতেই হয়। কখনও জসপ্রীত বুমরাকে তাঁরা খুঁজে নিয়ে আসেন তো কখনও ভিগনেশ পুথুর। আবার কখনও অশ্বিনী কুমার

আরও পড়ুন: সার্চ হিস্ট্রিতে চরম 'নোংরামি', এবার ভরা মাঠে প্রকাশ্যেই অভব্যতা! অসমের আইপিএল তারকা...

আরও পড়ুন: 'হলুদ কন্যা'র অঙ্গভঙ্গিতে বর্ষাপাড়ায় আগুন! ভরা গ্যালারিতে দাঁড়িয়ে আঙুল দিয়েই...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More