Home> খেলা
Advertisement

Rohit Sharma, WI vs IND: বদলে গেল জুটি! শুভমনের পরিবর্তে রোহিতের নতুন পার্টনার কে? জেনে নিন

আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে রানের বন্যা বয়েছে তাঁর ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে যশস্বীকে খেলানো হবে বলে ইঙ্গিত ছিলই। তবে প্রশ্ন ছিল, খেলানো হলে, কত নম্বরে ব্যাট করতে নামবেন মুম্বইয়ের ব্যাটার?

Rohit Sharma, WI vs IND: বদলে গেল জুটি! শুভমনের পরিবর্তে রোহিতের নতুন পার্টনার কে? জেনে নিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (WI vs India) প্রথম টেস্টে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিলেন, টেস্ট অভিষেক হতে চলেছে তরুণ ক্রিকেটারের। একইসঙ্গে রোহিত স্পষ্ট করে দিলেন যে, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনি দুই স্পিনার নিয়ে মাঠে নামবেন। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) জুটিকে আবার দেখা যাবে। 

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ১২ জুলাই থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে খেলবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে তাঁকে খেলানোর জন্য ব্যাটিং অর্ডারে কিছু হেরফের ঘটাতে হচ্ছে। রোহিত শর্মার সঙ্গে শুভমন গিল নন, ইনিংস ওপেন করবেন যশস্বীই। তিন নম্বরে নামানো হবে শুভমনকে। তাতে শুরুতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনও থাকবে বলে ভারতের সুবিধা হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

fallbacks

আরও পড়ুন: Rohit Sharma And Ajinkya Rahane, WI vs IND: রাহানের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করে বসলেন ভারত অধিনায়ক! দেখুন রোহিতের অন্য অবতার

আরও পড়ুন: Virat Kohli, WI vs IND: আইডল সচিনের কোন বিরল রেকর্ডে ভাগ বসাতে চলেছেন 'কিং কোহলি'? জানতে পড়ুন

আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে রানের বন্যা বয়েছে তাঁর ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে যশস্বীকে খেলানো হবে বলে ইঙ্গিত ছিলই। তবে প্রশ্ন ছিল, খেলানো হলে, কত নম্বরে ব্যাট করতে নামবেন মুম্বইয়ের ব্যাটার?

শুভমন গিল থাকলেও, মিডল অর্ডারে তিনি বেশি স্বচ্ছন্দ। অন্যদিকে যশস্বী ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে, পশ্চিমাঞ্চলের হয়ে বা অবশিষ্ট ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে ওপেন করেন। সেক্ষেত্রে তাঁর ওপেনার হিসাবে খেলার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে অনেকের মতে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন নম্বরে খেলালে অভিষেকের মঞ্চে একটু স্বস্তি পাবেন তরুণ যশস্বী। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More