Home> খেলা
Advertisement

পরের আইপিএলে কি ধোনিকে দেখা যাবে? মোক্ষম জবাব দিলেন মাহি

ম্যাচ রিডিংয়ের মতোই নিজের কেরিয়ার নিয়ে সিদ্ধান্তগুলো খুব সন্তর্পনে নিয়ে থাকেন ক্যাপ্টেন কুল।

পরের আইপিএলে কি ধোনিকে দেখা যাবে? মোক্ষম জবাব দিলেন মাহি

নিজস্ব প্রতিবেদন :  এটাই কি ধোনির শেষ আইপিএল! রীতিমতো এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় ক্রিকেট সার্কিট থেকে বিশ্ব ক্রিকেটে। বিশেষজ্ঞরাও বলতে শুরু করেছেন যে, বিশ্বকাপের পরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ওই 'হয়তো' শব্দটাই সবাই জুড়ে দিচ্ছেন। কারণ ক্রিকেটের মতোই ধোনিও বড়ই আনপ্রেডিক্টেবল! টেস্ট ম্যাচ থেকে অবসর নেওয়া হোক কিংবা একদিনের ক্রিকেটের নেতৃত্ব ছাড়া সবক্ষেত্রেই কোনও আগাম আন্দাজ ছিল না। ম্যাচ রিডিংয়ের মতোই নিজের কেরিয়ার নিয়ে সিদ্ধান্তগুলো খুব সন্তর্পনে নিয়ে থাকেন ক্যাপ্টেন কুল।

রবিবার আইপিএল ফাইনাল শেষে ধারাভাষ্যকার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর প্রশ্নটা করেই বসেন ধোনিকে। পরের বছর কি আইপিএল খেলতে দেখা যাবে? উত্তরে ধোনি কী বললেন জানেন! মঞ্জরেকরের প্রশ্নের উত্তরে মাহি বলেন, " এত আগে থেকে বলা সম্ভব নয়(আগামী মরশুমের পরিকল্পনা)। এর পরেই রয়েছে বিশ্বকাপ। ওটাই প্রথম লক্ষ্য। তারপরে সিএসকে  নিয়ে ভাবনা-চিন্তা করব। আশা করি হ্যাঁ। পরের বছর দেখা হবে।"

তবে আইপিএল ফাইনাল শেষে ধোনিকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল। মুম্বইয়ের কাছে ফাইনালে মাত্র ১ রানে হেরে বসে সিএসকে। ধোনিকে এরকম নাকি আগে দেখেননি সঞ্জয় মঞ্জরেকর। ধোনিকে নিয়ে একটি টুইটও করেন তিনি।

আরও পড়ুন - IPL 2019 : ফাইনালে বিতর্কে জড়িয়ে শাস্তি পেলেন বার্থডে বয় পোলার্ড!

Read More