নিজস্ব প্রতিবেদন : উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন রজার ফেডেরার। প্রথম দুই সেটে এগিয়ে গিয়েও পাঁচ সেটের থ্রিলারে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের কাছে হারলেন সুইস টেনিস তারকা।
আরও পড়ুন - ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়া
উইম্বলডনে টানা ৩২ সেট জিতে খেলতে নামা ফেডেরার বুধবার প্রথম দুই সেট জিতে স্ট্রেট সেটে ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু ছন্দ ধরে রাখতে পারেননি ৩৬ বছর বয়সী ফেডেক্স। চার ঘণ্টা ২৬ মিনিটের নাটকীয় লড়াই শেষে সুইস তারকাকে ২-৬, ৬-৭, ৭-৫, ৬-৪, ১৩-১১ গেমে হারান অষ্টম বাছাই অ্যান্ডারসন। এই নিয়ে তৃতীয়বার এমনটা হল যেখানে প্রথম দুই সেট এগিয়ে গিয়েও হারলেন ফেডেরার।
The thin line between victory and defeat.
— Wimbledon (@Wimbledon) July 11, 2018
Until today, Roger Federer had never lost at #Wimbledon having held match point... pic.twitter.com/GXtjW8Dkr7
উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি আটবার চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। উইম্বলডনে সিঙ্গলসে ন'বার চ্যাম্পিয়ন মার্টিনা নাভ্রাতিলোভার রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিল ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরার। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় সেই সুযোগ হাতছাড়া হল। শেষ আটে হেরে ছিটকে গেলেও রজার ফেডেরার উইম্বলডনকে কথা দিলেন, আগামী বছর আবার কোর্টে নামবেন। ম্যাচ শেষে হতাশ ফেডেক্স বলেন, "পরের বছর আবার আসার ইচ্ছে রয়েছে এখানে। কাজটা অসম্পূর্ণ রয়ে গেল বলা যাবে না। অতীতে অনেক কিছু করেছি আমি। অনেক অসাধারণ মুহূর্ত কাটিয়েছি এখানে। তবু আগামী বছর এখানে ফেরার ইচ্ছে রয়ে গেল।"