নিজস্ব প্রতিবেদন: ১৪ নভেম্বর আফগানিস্তান এবং ১৯ নভেম্বর ওমানের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের বিশ্বকাপ কোয়ালিফায়ারের দুটি ম্যাচই অ্যাওয়ে। দুসানবে-তে আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে দুবাইয়ে অনুশীলন করলেন সুনীল-গুরপ্রীত, উদান্ত, সুভাশিসরা।
When @RahulBheke nutmegs @UdantaK
— Indian Football Team (@IndianFootball) November 12, 2019
#BackTheBlue #IndianFootball #BlueTigers pic.twitter.com/yBKurvzb9O
Welcome, @dhee_singh01 #BackTheBlue #IndianFootball #BlueTigers pic.twitter.com/hsk2JXdRNv
— Indian Football Team (@IndianFootball) November 12, 2019
আইএসএল সূচির জন্য বিশ্বকাপ কোয়ালিফায়ারের দুটো গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের আগে প্রস্তুতির সেভাবে সুযোগই পাননি জাতীয় কোচ ইগর স্টিমাচ। রবিবার নিজের নিজের ক্লাব দলের ম্যাচ খেলে ভারতীয় দলের সঙ্গে যোগ দেন জ্যাকিচাঁদ, মনবীর, রেনিয়াররা। তাই টানা বিমানযাত্রা না করে দুবাইতে দলকে রাখার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
When coach @stimac_igor to a player #BackTheBlue #IndianFootball #BlueTigers pic.twitter.com/zSTeHoTNYa
— Indian Football Team (@IndianFootball) November 12, 2019
সোমবার রাতে দুবাই পৌঁছে বিশ্রাম নেয় টিম ইন্ডিয়া। মঙ্গলবার সকালে দুবাইতেই পুরো দল অনুশীলন করে। আজ রাতেই দুবাই থেকেই দুসানবে যাবে ব্লু-ব্রিগেড। বুধবার দুসানবে-তে অনুশীলন করে বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। আর সেই ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প ভাবনা নেই ব্লু ব্রিগেডের।
আরও পড়ুন - ফুটবল পায়ে নয়, ডান্স স্টেপে মাত দিলেন মারাদোনা, ভাইরাল ভিডিয়ো