ওয়েব ডেস্ক: অবশেষে মন্থর ব্যাটিংটা শেষ হল হাসিম আমলার। দিল্লির ফিরোজ শাহ কোটলায় তিনি মোটামুটি ঘুম পাড়িয়ে ছেড়েছেন সমস্ত দর্শকদের। সোমবার সকালে তাঁকে প্যাভিলিয়নে ফেরালেন রবীন্দ্র জাদেজা। তার আগে হাসিম আমলা করে গেলেন ২৪৪ বলে ২৫ রান! প্রশ্ন উঠেছে এটাই কি টেস্ট ক্রিকেটের সবথেকে মন্থর গতির ব্যাটিং?
নিচে তাই দিয়ে দেওয়া হল আরও ৫ টি মন্থর ব্য়াটিংয়ের উদাহরণ। একঝলকে দেখে নিন সেই মন্থর ইনিংসগুলো কে কে খেলেছিলেন।
১) ১৯৫৪ সালে লর্ডসে হানিফ মহম্মদ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন ২২৩ বলে ২০ রানের ইনিংস।
২) ১৮৯২ সালে সিডনিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ৬২০ বলে ৯১ রানের ইনিংস খেলেছিলেন অ্যলেক ব্যানারম্যান।
৩) ১৯২১ সালে ম্যাঞ্চেস্টারে অস্ট্রিলয়া-ইংল্যান্ড ম্যাচেই ৩৪০ বলে ৪০ করেছিলেন হার্বি কলিন্স।
৪) ১৯৬৩ সালে সিডনিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচেই জন মারে ১০০ বল খেলে মাত্র ৩ রান করেছিলেন!
৫) ১৯৮১ সালে অ্যাডিলেডে অস্ট্রলিয়ার বিরুদ্ধে ১৫৯ বলে ১৩ রানের ইনিংস খেলেছিলেন ভারতের যশপাল শর্মা।