ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে এবার গৃহযুদ্ধ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া ফেয়ারওয়েল নিতে অস্বীকার করলেন প্রাক্তন অধিনায়ক ইউনিস খান। সামনের সপ্তাহে লাহোরে তিন পাক অধিনায়ক ইউনিস খান,আফ্রিদি ও মিসবা উল হককে সংবর্ধনা দেবে পিসিবি। ইউনিস জানিয়েছেন তাঁকে পাক বোর্ডের এক কর্তা আমন্ত্রন জানিয়ে বলেছিলেন তাঁদের নাকি মোটা অঙ্কের টাকা দিয়ে সংবর্ধিত করা হবে।
আরও পড়ুন রবীন্দ্র জাদেজা এখন আর টেস্টে আইসিসি-র বিচারে সেরা বোলার নন
কিন্তু তিনি মনে করেন অবসর নেওয়ার এতদিন পরে সংবর্ধনা দেওয়ার কোনও অর্থ নেই। কারণ পিসিবির সব নোংরামির কথা তার মনে আছে। জানা গেছে শাহিদ আফ্রিদিও এই সংবর্ধনা প্রত্যাখান করতে পারেন।
আরও পড়ুন সচিন তেন্ডুলকরের সবথেকে বড় ভক্তকে খুঁজে পেলেন ব্রেট লি!