Home> খেলা
Advertisement

ইউনিস অবসর নিক: রামিজ রাজা

প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা চাইছেন এখনই একদিনের ক্রিকেট থেকে অবসর নিন ইউনিস খান।

ইউনিস অবসর নিক: রামিজ রাজা

ওয়েব ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা চাইছেন এখনই একদিনের ক্রিকেট থেকে অবসর নিন ইউনিস খান।

রামিজের এই মন্তব্যকে সমর্থন করেছেন আরও বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। কিন্তু এত সমালোচনাতেও স্বয়ং ইউনিস খানের কোনও হেলদোল নেই। বরং ইউনিস বলছেন বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন বলে তার নামে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীণ। এমনকী তার দাবি টুইটারে তিনি এমন কথা তিনি পোস্ট করতে পারেনই না। কারন তার কোনও টুইটার অ্যাকাউন্টই নেই। ইউনিস আরও জানান তার এমন কোনও ইচ্ছা নেই। বরং তিনি এখন নিজের ব্যাটিংয়ের উন্নতি করার চেষ্টা চালাচ্ছেন।

 

Read More