জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২১ সালের পর ২০২২ টি-২০ বিশ্বকাপ, আবার এখন ২০২৩-এর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। দেখতে গেলে তিনটি কাপযুদ্ধে ব্রাত্য ভারতীয় দলের সীমিত ওভারের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। যদিও ২০২২ বিশ্বকাপের দলে তিনি ছিলেন। কিন্তু প্রতি ম্যাচেই ছিলেন বেঞ্চে। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মতো প্রাক্তন মহারথীরা বলেছিলেন যে, চাহালের বিশ্বকাপের দলে থাকা উচিত। তবে চাহাল এখন আর বাদ পড়া নিয়ে ভাবেন না। হাসতে হাসতে সাফ বলে দিলেন যে, তিনি অভ্যস্ত হয়ে গিয়েছেন।
আরও পড়ুন: WATCH: ভারতে রাজকীয় অভ্যর্থনা, তবুও পাকিস্তানের মুখে 'দুশমন...'! ভিডিয়ো দেখে বলবেন ছি ছি!
উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে চাহাল বলেন, 'আমি বুঝতে পারি যে, দলে ১৫ জনই সুযোগ পাবে। কারণ এটা বিশ্বকাপ। ১৭-১৮ জনকে নেওয়া যায় না। হ্যাঁ খারাপ তো লাগেই, কিন্তু জীবনে এগিয়ে যাওয়াই আমার মন্ত্র। আমি অভ্যস্ত হয়ে গিয়েছে। তিনটে বিশ্বকাপ হয়ে গেল।'ভারতীয় দলে অন্য় স্পিনারদের সঙ্গে প্রতিযোগিতার প্রসঙ্গে চাহাল বলেন, 'আমি এভাবে খুব একটা ভাবি না। কারণ আমি জানি, যদি আমি ভালো পারফর্ম করি, তাহলে আমি খেলব। আমি চ্যালেঞ্জটা এভাবেই দেখি। অবশ্যই যারা দলে আছে, তারা ভালো করছে। আমি সেটার প্রশংসা করি। কিন্তু আমার লক্ষ্যই হচ্ছে যে, ভারত বিশ্বকাপ জিতুক। কারণ এটা ব্যক্তিগত দক্ষতার খেলা নয়। আমি দলে থাকি বা না থাকি, যারা আছে, তারা আমার ভাইয়ের মতো। আমি ভারতের সমর্থক। আমি নিজেকে বলি যে, আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, তারপরেই আমি ফিরে আসব।'
বিশ্বকাপের যে প্রাথমিক দল ঘোষণা করেছিল টিম ইন্ডিয়া, সেই দলে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। তবে বিশ্বকাপের ঠিক আগেই ঘরের মাঠে হয়ে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঢুকে পড়েছিলেন দলে। প্রায় ১৮ মাস পর ওয়ানডে খেলেছিলেন তিনি। অশ্বিন এখন আর ভারতের সীমিত ওভারের দলে জায়গা পান না। তাঁকে ভাবা হয়ে টেস্টের জন্য়ই। কিন্তু চোটের জন্য অক্ষর প্য়াটেল দল থেকে বাদ পড়ায় শেষ মুহূর্তে ঢুকে পড়েছেন অশ্বিন। কিন্তু চাহালের কথা একবারও ভাবা হয়নি।
আরও পড়ুন: Asian Games 2023: মালয়েশিয়াকে গোলের মালা ভারতের, এশিয়াডে পদক নিশ্চিত করেই অলিম্পিক্স টিকিট নিখাতের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)