Home> রাজ্য
Advertisement

বিয়েবাড়িতে ভূরিভোজ খেয়ে অসুস্থ ১৫০ জন

বিয়েবাড়িতে খাওয়াদাওয়ার পরই বমি, পেটের গন্ডগোল সহ নানা উপসর্গ দেখা দিতে থাকে।

বিয়েবাড়িতে ভূরিভোজ খেয়ে অসুস্থ ১৫০ জন

নিজস্ব প্রতিবেদন : বিয়েবাড়িতে খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ১৫০ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন।

ইসলামপুরের সুজালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালুগছ গ্রামের বাসিন্দা মহম্মদ নজরুল। বৃহস্পতিবার তাঁর মেয়ে ফিরোজা খাতুনের বিয়ে ছিল। বিয়েবাড়িতে আমন্ত্রিত ছিলেন গ্রামের বহু মানুষ।

আরও পড়ুন, ব্রাজিলের খেলা দেখে বাড়ি থেকে বেরনোর পরই মিলল ফুটবলারের নিথর দেহ

জানা গেছে, বিয়েবাড়িতে খাওয়াদাওয়ার পর শুক্রবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন গ্রামের মানুষ। বমি, পেটের গন্ডগোল সহ নানা উপসর্গ দেখা দিতে থাকে। বেলা যত বাড়ে, তত বাড়ে অসুস্থের সংখ্যা। ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার ফলেই এঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Read More