শ্রীকান্ত ঠাকুর: এক বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়া ও জাল প্যান কার্ড ও আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে ওই বাংলাদেশি নাগরিক-সহ আরও ২ ভারতীয় নাগরিক, মোট ৩ জনকে গ্রেফতার করল হিলি থানার পুলিস। ৪ বছর আগে শ্যাম কুমার সাহা, বাংলাদেশের নওগাঁ এলাকার বাসিন্দা, ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করেন। তাঁকে প্যান কার্ড ও আধার কার্ড বানিয়ে দেন ব্যাংকের এক কর্মী! হিলি থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে বাংলাদেশি নাগরিক শ্যামল কুমার সাহাকে।
এরপর অমৃত দাস নামে এক ভারতীয়কে আটক করে বাংলাদেশি শ্যাম কুমার সাহাকে আশ্রয় দেওয়ার অভিযোগে। তারপর অলোক পাল নামে ত্রিমোহনের কিসমত দাপট এলাকার বাসিন্দা আরও এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়। তিনি ব্যাংকের ক্যাজুয়াল কর্মী। অভিযোগ, তাঁর মাধ্যমেই প্যান কার্ড এবং আধার কার্ড তৈরি করেছিলেন শ্যামল কুমার সাহা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
অমৃত দাসের বাড়ি ডাবরা এলাকায়। তাঁর বাড়িতেই এসে প্রথমে আশ্রয় নিয়েছিলেন ওই বাংলাদেশ নাগরিক। যে কারণে হিলি থানার পুলিস ওই বাংলাদেশি-সহ অভিযুক্ত ২ ভারতীয়কেও গ্রেফতার করেছে। সাংবাদিক সম্মেলনে একথা জানান ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ।
আরও পড়ুন, Gangasagar | Voter List: গঙ্গাসাগরে মৃত ৩০-৩৫ ব্যক্তির নাম ভোটার লিস্টে! জোর চাঞ্চল্য...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)