Home> রাজ্য
Advertisement

Digha Jagannath Temple: বাড়ি থেকে পালিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরে! দুই নাবালককে....

তুমুল উত্‍সাহ। এতটাই যে, বাড়ি থেকে পালিয়ে এবার সটান দীঘায় জগন্নাথ মন্দিরে হাজির দুই নাবালক! তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিস।

Digha Jagannath Temple: বাড়ি থেকে পালিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরে! দুই নাবালককে....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তুমুল উত্‍সাহ। এতটাই যে, বাড়ি থেকে পালিয়ে এবার সটান দীঘায় জগন্নাথ মন্দিরে হাজির দুই নাবালক! তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিস।

আরও পড়ুন:  Son killed Father: সম্পত্তির কারণে মারধর! ছেলের ঘুসিতে প্রাণ গেল বাবার...

পুলিস সূত্রে খবর, একজনের বয়স  ১৩ বছর, আর একজনের ১৪। ওই দুই নাবালকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদায়। স্থানীয় বৈতা হাইস্কুলের ক্লাস সিক্স ও ক্লাস সেভেনের পড়ুয়া। আজ, বৃহস্পতিবার সকালে টিউশন পড়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে দু'জনে। এরপর বাসে চেপে চলে আসে দীঘার জগন্নাথ মন্দিরে।

এদিকে দীঘা বাস স্ট্যান্ডের কাছে ওই দুই নাবালককে ঘুরতে দেখে সন্দে হয় কর্তব্য়রত সিভিক ভলান্টিয়ারের। জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, মোবাইলের স্ক্রিনের দীঘায় জগন্নাথ মন্দির দেখেছে। কাছ থেকে মন্দির দেখার জন্য চলে এসেছে দীঘা। দীঘা থানার ওসি অমিতকুমার প্রামাণিক বলেন, 'ওদের থানা এনে কথা বলার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করি। বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে'। 

পুরীর আদলে জগন্নাথ মন্দির দীঘায়। গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্য়মন্ত্রী। সেদিন বিকেল থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দির। রোজ প্রচুর ভিড় হচ্ছে। জানা গিয়েছে, প্রথম চারদিনেই দীঘার জগন্নাথমন্দিরে দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লক্ষ। আর ১৫ দিনে প্রণামীর পরিমাণ ছাড়াল ৯ লক্ষ টাকা। 

আরও পড়ুন:  Train services Suspended: প্রবল বৃষ্টিতে ধসে রেল লাইনের মাটি, রাতভর বন্ধ ডুয়ার্স রুটের ট্রেন চলাচল..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More