Home> রাজ্য
Advertisement

Ratha Yatra 2025: রথযাত্রার আগে ঝরল রক্ত! আটকে গেল রথের চূড়া.. ভয়াবহ দুর্ঘটনা..

Ratha Yatra 2025: উত্‍সবের আনন্দ নিষেমে বদলে গেল বিষাদে। ক্যানিংয়ে  রথে চূড়ো ভেঙে জখম ২ যুবক। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

Ratha Yatra 2025: রথযাত্রার আগে ঝরল রক্ত! আটকে গেল রথের চূড়া.. ভয়াবহ দুর্ঘটনা..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রথযাত্রা আগেই বিপত্তি। রথে চূড়ো ভেঙে জখম ২ যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসরাতালে ভর্তি তাঁরা। দুর্ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।

আরও পড়ুন:  Digha Jagannath Rath Yatra: দীঘায় কোন পথে গড়াবে রথের চাকা? ছবি এঁকে বুঝিয়ে দিলেন মমতা, জানিয়ে দিলেন সময়ও...

রাত পোহালেই রথে রশিতে টান পড়বে। দিঘা যখন সাজো সাজো বর, তখন উত্‍সবের প্রস্তুতি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তেও। স্থানীয় সূত্রে খবর, ক্যানিংয়ের রথযাত্রা এবার ১৭ তম বছরে পা দেবে। আজ, বৃহস্পতিবার স্থানীয় রথতলা থেকে সুসজ্জিত রথ নিয়ে রাঘবাঘিনী মোড়ের দিকে আসছিলেন উত্‍সব কমিটির সদস্য়রা। হঠাত্‍ রথের চূড়োয় আটকে যায় একটি গাছ। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।  গুরুতর জখম হন সমীর গায়েন ও মুকুন্দ বিশ্বাস নামে স্থানীয় দুই যুবক। 

রক্তাক্ত অবস্থায়  তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু'জনেরই শারীরিক অবস্থায় আশঙ্কাজনক বলে খবর। এলাকায় শোকের ছায়া।

আরও পড়ুন:  Jagannath Rath Yatra 2025: পুরীর মতো দীঘাতেও ভগবানকে ৫৬ ভোগ! এর মাহাত্ম্য জানেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More