পিয়ালি মিত্র: বাংলায় বসে গুপ্তচরবৃত্তি! বর্ধমানে পাক-গুপ্তচর (Pak Spy)! ঘরে বসে দেশের শত্রু! বর্ধমানের মেমারি (Bardhaman Memari) থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ২। গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতদের নাম মুকেশ রজক ও রাকেশ কুমার গুপ্তা।
অভিযোগ, পাকিস্তানে বসে থাকা স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে লুকিয়ে গুপ্তচরদের সাহায্য করছিল ধৃতরা (Pak Spy)। গুপ্তচরদেরকে মোবাইলের ওটিপি এবং সিম নম্বর শেয়ার করেছিল ধৃতরা বলে অভিযোগ। সূত্রের খবর, ৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে পাকিস্থানে বসে থাকা ওই গুপ্তচরদের সঙ্গে আলাপ হয় ধৃতদের। সেইসময় ওটিপি শেয়ার করে পাকিস্তানে ভারতের নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করতে ধৃতরা সাহায্য করেছিল বলে অভিযোগ।
জানা গিয়েছে, গুপ্তচপবৃত্তির অভিযোগে ধৃত রাকেশ কুমার গুপ্তার বাড়ি কলকাতার প্রিয়নাথ মল্লিক লেনে। ওদিকে মুকেশের বাড়ি বর্ধমানেরই পানাগড়ে। এর আগে এই একইরকমভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থান ও পাঞ্জাব থেকেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার (Pahalgam Attcak) পরই ভারতের 'ঘরে' লুকিয়ে থাকা পাক গুপ্তচরদের ধরতে সক্রিয় হন গোয়েন্দারা।
সামনে আসে জ্যোতি মালহোত্রার মতো ট্রাভেল ব্লগারের মুখোশের আড়ালে লুকিয় থাকা পাক গুপ্তচরের নাম। জানা যায়, হরিয়ানার এক যুবকের কথা যে ডাক্তারির আড়ালে গুপ্তচরবৃত্তি চালাত। এবার বাংলা থেকেও গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ২। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। নির্বিচারে খুন করে ২৬ পর্যটককে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)