Home> রাজ্য
Advertisement

প্রবল বজ্রপাতে রায়গঞ্জে মৃত ৩, আহত কমপক্ষে ১২

জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন প্রায় ৩৫ জন।

প্রবল বজ্রপাতে রায়গঞ্জে মৃত ৩, আহত কমপক্ষে ১২

নিজস্ব প্রতিবেদন : জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত ৩ মহিলা। আহত কমপক্ষে ১২ জন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কোকরাটুলির নুনিয়া গ্রামে। আহতরা বর্তমানে রায়গঞ্জ ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গিয়েছে, মৃতদের নাম শোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মন। সবারই বাড়ি নুনিয়া গ্রামে। কোকরাটুলির নুনিয়া গ্রামে এদিন জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন প্রায় ৩৫ জন। সেইসময়ই দুপুরে রায়গঞ্জে হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। তখনই নুনিয়া গ্রামের ওই জমিতে বাজ পরে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মনের। বজ্রপাতে গুরুতর আহত হয় আরও প্রায় ১২ জন। আহতদেরকে তড়িঘড়ি মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 

আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধনীরাম বর্মন নামে এক গ্রামবাসী জানিয়েছেন, "জমিতে ধান লাগাচ্ছি। ৩৫ জন মিলে জমিতে ধান লাগাচ্ছিলাম। সেইসময়ই বাজ পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আরও ১২ জন গুরুতর জখম হয়। তাঁদেরকে মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।"

আরও পড়ুন, একসঙ্গে আক্রান্ত ৪, কোচবিহারের মেখলিগঞ্জে করোনার প্রথম সংক্রমণ

Read More