নারায়ণ সিংহরায়: মাঠে পুলিসের পোশাক পরে কারা প্রশিক্ষণ নিচ্ছেন? স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় চাকরি দেওয়ার নাম প্রতারণাচক্রের পর্দাফাঁস। গ্রেফতার ৩। ধৃতদের কাছে পাওয়া গেল পুলিসের প্রচুর পোশাক, এমনকী টুপিও। ঘটনাস্থল, শিলিগুড়ি।
পুলিস সূত্রে খবর, গতকাল শুক্রবার সকালে শিলিগুড়ি বাঘাযতীন কলোনির একটি মাঠে পুলিসের পোশাক পরে প্রশিক্ষণ নিচ্ছিলেন বেশ কয়েকজন যুবক-যুবতী। ঘটনাটি নজরে পড়তেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় থানায়।
আরও পড়ুন: Birbhum Murder: পুরনো শত্রুতার জের, ঘর থেকে ডেকে এনে বন্ধুকে পিটিয়ে মারল ৩ যুবক!
তারপর? যাঁরা প্রশিক্ষণ নিচ্ছিলেন, সেই তাঁদের সকলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিস। জানা যায়, পুলিসে চাকরি পাওয়ার জন্য এক চক্রকে টাকা দিয়েছিলেন তাঁরা। এরপর 'প্রশিক্ষণ' দিতে ওই যুবক-যুবতীদের আনা হয় শিলিগুড়িতে। তদন্তে নেমে লক্ষণ চৌধুরী, বিশু দাস এবং চন্দ্রা দাস নামে ৩ গ্রেফতার করে পুলিস। তদন্তকারীদের দাবি, ওই ৩ জনই এই প্রতারণাচক্রের পাণ্ডা। তাদের বাড়ি বালুরঘাটে।
আরও পড়ুন: Purulia Murder: পুরুলিয়ায় বাবা-ছেলে খুনের কিনারা, গ্রেফতার বানজারা গ্যাংয়ের ৩ দুষ্কৃতী