Home> রাজ্য
Advertisement

Theft: পাগল সেজে পোস্ট অফিসে ঢুকল চোর! চোখের নিমেষে উধাও ৫০ হাজার টাকা...

পোস্ট অফিসের কর্মীদের হুঁশ ফিরতেই শুরু হয় হইচই। খবর দেওয়া হয় থানায়।

Theft: পাগল সেজে পোস্ট অফিসে ঢুকল চোর! চোখের নিমেষে উধাও ৫০ হাজার টাকা...

অনুপ দাস: দিনেদুপুরে পোস্ট অফিসে চুরি। পাগল সেজে নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর! কীভাবে? থানায় অভিযোগ দায়ের করেছে  কর্তৃপক্ষ। চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে।

ঘড়িতে সাড়ে ১০টা। রোজকার মতোই এদিন সকালে খোলে কৃষ্ণনগর হেড পোস্ট অফিসে। সপ্তাহের শুরুতে অফিসে ভিড়ও ছিল যথেষ্ট। বিভিন্ন প্রয়োজনে এসেছিলেন গ্রাহকরা। কাজে ব্যস্ত ছিলেন পোস্ট অফিসের আধিকারিকরা ও কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাগল সেজে পোস্ট অফিসে হাজির হন এক ব্য়ক্তি। তাঁর হাতে ছিল দুটি সাজা কাগজ। বিভিন্ন আধিকারিকদের সঙ্গে প্রথমে আকার-ইঙ্গিতে কথা বলার চেষ্টা করছিলেন। এরপর আচমকাই ক্যাশ কাউন্টারের সামনে একটি টেবিল থেকে নগদ ৫০ টাকা নিয়ে চম্পট দেন!

আরও পড়ুন: Katwa: স্কুলে হাজিরায় গরমিল! দুর্নীতি ঢাকতে লজ্জাজনক কাজ শিক্ষিকার...

ততক্ষণে বেশ খানিকটা সময় পেরিয়ে দিয়েছে। পোস্ট অফিসের কর্মীদের হুঁশ ফিরতেই শুরু হয় হইচই। খবর দেওয়া হয় থানায়।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More