Home> রাজ্য
Advertisement

Superstition over snake bite cause death: কুসংস্কারের বলি! সাপে কামড়ানোর পরও চলল ঝাড়ফুঁক... বিষের জ্বালায় পঞ্চাশেই...

Malda Snake bite incident: পুরোপুরি সুস্থ ওই বৃদ্ধ মহিলা ওঝার কথা মতো মহিলাকে বাড়িতে আনার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়।

Superstition over snake bite cause death: কুসংস্কারের বলি! সাপে কামড়ানোর পরও চলল ঝাড়ফুঁক... বিষের জ্বালায় পঞ্চাশেই...

রণজয় সিংহ: সাপের কামড়ে অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে গিয়ে ঝাড়ফুঁক, পরিণতি হল ভয়ঙ্কর। এরপর বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক অবস্থার চরম অবনতি হয়। শেষে মালদহ মেডিক্যাল কলেজে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওঝার কেরামতিতে মৃত্যু হয় সর্পাঘাতে অসুস্থ বৃদ্ধার। অভিযোগ, হাসপাতালে চিকিৎসা করানোর বদলে ঝাড়ফুঁক করানো হয় রোগীকে।

মালদায় কুসংস্কারের বলি এক বৃদ্ধ মহিলা। ওঝার কেরামতিতে মৃত্যু হল সর্পাঘাতে অসুস্থ বৃদ্ধার। অভিযোগ, হাসপাতালে চিকিৎসা করানোর বদলে ঝাড়ফুঁক করানো হয় রোগীকে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরের বামুন গ্রাম এলাকায়। মৃত মহিলার নাম নাজেরা বিবি বয়স আনুমানিক (৫০)বছর।

আরও পড়ুন: Polba Crime News: ছেলেই চেয়েছিল মায়ের ফাঁসি! ১৩ বছর পর হাড়হিম খুনের শাস্তি দিতে গিয়ে আদালত বলল...

মৃত বৃদ্ধ মহিলার পরিবারে রয়েছে স্বামী রাব্বানী শেখ।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খাওয়া-দাওয়া করে ঘরের মেঝেতে শুয়ে পড়েন ওই মহিলা। কিছুক্ষণ পর ওই মহিলার সারা শরীরে শুরু হয় জ্বালা।এরপর ওই মহিলাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় এক ওঝার কাছে। ওঝা শুরু করেন ঝাড়ফুঁক।

এরপর পরিবারের সদস্যদেরকে জানানো হয় ঝাড়ফুঁক করার পর সমস্ত বিষ শরীর থেকে নামিয়ে দেওয়া হয়েছে।  পুরোপুরি সুস্থ ওই বৃদ্ধ মহিলা। ওঝার কথা মতো মহিলাকে বাড়িতে আনার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরে হাসপাতালে আনার পরেই তার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা এলাকায়।

আরও পড়ুন: Telengana shocking incident WATCH VIDEO: চাকরি হারিয়ে অর্ধোন্মাদ অবস্থা! গাড়ি চালিয়ে রেললাইনের দখল নিল মহিলা... বাঞ্চাল রেলচলাচল...

শিক্ষার আলো ছড়িয়ে পড়লেও এখনও কুসংস্কারের অন্ধকারেই রয়েছেন সমাজের একাংশ। কুসংস্কারে বিশ্বাস না করতে বারবার নানা ভাবে প্রচার করেও যে লাভ হয়নি, এই ঘটনাই তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More