প্রসেনজিত্ সর্দার: জলাশয় থেকে নিখোঁজ এক শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত শিশুর নাম অনির্বাণ রায়(৬)। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের(Sundarban) ঝড়খালি(Jharkhali) কোষ্টাল থানার অন্তর্গত ৩ নম্বর ঝড়খালির বিবেকানন্দ পল্লি এলাকায়। পুলিস ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে। আজ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করবে বলে জানা যায়। অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিবেকান্দ পল্লির বাসিন্দা দম্পতি সুজিত রায়, কণিকা রায়ের সন্তান অনির্বাণ রায়। স্থানীয় রেনুকা নার্সারি স্কুলের এল.কে.জি. শ্রেণির ছাত্র। শুক্রবার স্কুল থেকে ফিরে খাবার খেতে খেতে মাঠের রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় স্থানীয়রা দেখে। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে অনির্বাণকে না পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে।
আরও পড়ুন:Bengaluru Stampede: জিতেও ভোগান্তি! পদপিষ্টের ঘটনায় এবার বিরাটের বিরুদ্ধে মামলা...
আত্মীয়-প্রতিবেশীদের সহযোগিতায় সন্ধ্যে পর্যন্ত তন্নতন্ন করে খোঁজা হলেও, সন্ধান মেলেনি ছোট্ট ছেলেটির। অবশেষে নিরুপায় হয়ে পরিবারের সদস্যরা নিখোঁজ অভিযোগ দায়ের করেন ঝড়খালি কোষ্টাল থানায়। অভিযোগ পাওয়া মাত্রই ঝড়খালি কোষ্টাল থানার থেকে বিশাল পুলিস বাহিনী শিশুটির খোঁজ শুরু করেন। অবশেষে, গভীর রাতে গ্রামেরই একটি পুকুরে নিখোঁজ ওই শিশুকে ভাসতে দেখেন। দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য আজ পাঠানো হবে বলে জানা যায়।
পুলিসের প্রাথমিক অনুমান, অনির্বাণ খেলার ছলে পুকুরের ধারে গিয়ে পড়ে যায় এবং জলে ডুবে তার মৃত্যু ঘটে। তবে কোনও সন্দেহজনক দিক রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। ঘটনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন শিশুর পরিবারের সদস্যরা। এমনকি সমগ্র গ্রামের মানুষজনও শোকস্তব্ধ। এই ঘটনায় খোলা পুকুরগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই পুকুরঘাট ঘিরে দেওয়ার দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।
আরও পড়ুন:Bengal Weather Update: বেলা বাড়লে বইবে লু! কবে পরিবর্তন হবে আবহাওয়া? বৃষ্টির বড় আপডেট...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)