Home> রাজ্য
Advertisement

Canning: দেখতে চিনির মতো! বিয়েবাড়িতে মশা মারার বিষ খেয়ে অসুস্থ ৯

অসুস্থদের মধ্য়ে ৭ জনই শিশু।  সকলেই ভর্তি হাসপাতালে। শারীরিক অবস্থা স্থিতিশীল। বিপদের কোনও আশঙ্কা নেই।  

Canning: দেখতে চিনির মতো! বিয়েবাড়িতে মশা মারার বিষ খেয়ে অসুস্থ ৯

প্রসেনজিৎ সরদার: বিয়েবাড়িতে রাখা ছিল মাছি মারার বিষ! সেই বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৯ জন। তাঁদের মধ্যে ৭ জনই আবার শিশু। সকলেই ভর্তি হাসপাতালে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং।

জানা গিয়েছে, এদিন দুপুরে ক্য়ানিং থানার আমতলায় এলাকায় বিয়ের আসর বসেছিল। বিয়েবাড়িতে হাজির হয়েছিলেন আত্মীয়-পরিজনেরা। পরিবারের লোকেদের দাবি, মশা-মাছির উপদ্রব থেকে বাঁচতে চিনির মতো দেখতে বিষ এনে রেখেছিলেন বাড়িতে। প্যাকেট ঢুকিয়ে সেই বিষ লুকিয়ে রাখা হয়েছিল সানসেটের উপর। আর তাতেই ঘটল বিপত্তি।

আরও পড়ুন: Nadia Woman Death: জামাইষষ্ঠীতে মেয়ে-জামাইয়ের জন্য ঘর সাফ করছিলেন, আচমকাই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

কেন? বিয়েবাড়িতে খাবার ভেবে সেই বিষ খায় শিশুরা। এমনকী, দু'একজন বষস্ক মানুষকে 'ভাগ' দেয় তাঁরা। এরপরই একে একে অসুস্থ হয়ে পড়ে শিশু-সহ ৯ জন। শুরু হয় পেটে ব্যথা, সঙ্গে বমি। সকলকেই নিয়ে যাওয়া হয় ক্য়ানিং মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল। বিপদের কোনও আশঙ্কা নেই।

আরও পড়ুন: Molestation: ফাঁকা বাড়িতে ডেকে নাবালিকার শ্লীলতাহানি! সালিশিসভায় প্রৌঢ়কে কড়া শাস্তি দিল গ্রামবাসী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More