অরূপ লাহা: ভেবেছিল জল, কিন্তু আসলে ছিল পেট্রোল! গলা ঢেলে দিতেই প্রাণ গেল ৯ মাসের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।
আরও পড়ুন: Extra Marital Relationship: পরকীয়ার জেরে একসঙ্গে বিষ পান! জামাইবাবুর মৃত্যু, শ্যালিকাও...
পুলিস সূত্রে খবর, শিশুরটির নাম সাদিয়া খাতুন। বাড়ি, রামপুরহাটের মারগ্রাম থানার লাগাডাঙ্গা গ্রামে। বাড়ি রয়েছে ৫ ও ৭ বছরের আরও দুই শিশু। স্কুল থেকে মিড-ডে মিলের খিচুড়ি বাড়িতে নিয়ে এসেছিল তারা। ওই দুই শিশুর সঙ্গে বসে সেই খিচুড়ি খাচ্ছিল সাদিয়া-ও। এরপর জল খেতে চায় সে। তখনই বোতলে থাকা সাদা পেট্রলকে জল ভেবে খাইয়ে দেওয়া হয়!
তারপর? অসুস্থ হয়ে পড়ে সাদিয়া। শুরু হয় শ্বাসকষ্ট। পরিবার লোকেরা তাকে তড়িঘড়ি নিয়ে যান রামপুরহাট হাসপাতালে। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ। কিন্তু বাচানো যায়নি শিশুটিকে। বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমান মেডিক্যালে মৃত্যু হয় সাদিয়ার। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।
আরও পড়ুন: Abduction in Howrah station: হাওড়া স্টেশন থেকে 'অপহরণ'! নিখোঁজ সাড়ে তিন বছরের শিশু....
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)