Home> রাজ্য
Advertisement

Abduction in Howrah station: হাওড়া স্টেশন থেকে 'অপহরণ'! নিখোঁজ সাড়ে তিন বছরের শিশু....

Abduction in Howrah station: বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ৫ বিশেষ টিম।

Abduction in Howrah station: হাওড়া স্টেশন থেকে 'অপহরণ'! নিখোঁজ সাড়ে তিন বছরের শিশু....

দেবব্রত ঘোষ:  হাওড়া স্টেশন থেকে এবার 'অপহরণ'? উধাও সাড়ে তিন বছরের শিশুকন্যা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে জিআরপি। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ৫ বিশেষ টিম।

আরও পড়ুন:  Purulia Incident | Vaccine: আবারও নাক দিয়ে রক্ত! 'ভ্যাকসিন নেওয়ার পর'ই দেড়মাসের শিশুর অস্বাভাবিক মৃত্যু...

পুলিস সূত্রে খবর,  একজনের বয়স সাত বছর, আর একজনের সাড়ে তিন। মঙ্গলবার হুগলিতে দুই সন্তানকে সঙ্গে হাওড়া স্টেশনে আসেন মহিলা। গন্তব্য ছিল, দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুর। রাতে স্টেশনেই ছিলেন ওই মহিলা। পরের দিন অর্থাত্‍ বুধবার শিয়ালদহ হয়ে লক্ষ্মীকান্তপুর যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। ওই মহিলার দাবি, রাতে দুই সন্তানকে নিয়ে হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সে ছিলেন। তখন এক মহিলার তাঁর সঙ্গে আলাপ জমান। এমনকী, দুই মেয়ের সঙ্গে  নাকি বেশ কিছুক্ষণ খেলাও করেন! এরপর মা ঘুমিয়ে পড়তেই ছোট মেয়েকে তিনি চম্পট দেন বলে অভিযোগ। হাওড়া জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। 

আরও পড়ুন:  Barasat Incident: নাতনিকে শ্লীলতাহানি দাদুর! প্রৌঢ়ের ক্ষতবিক্ষত দেহ রেললাইনে... 'লজ্জায়-অপমানে'ই কি আত্মঘাতী?

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এই ঘটনার সঙ্গে এক মহিলা জড়িত। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে এক নম্বর প্ল্যাটফমের পাশে সাবওয়ে দিয়ে শিশুটিকে স্টেশনে বাইরে বাসস্ট্যান্ডে নিয়ে যেতে দেখা গিয়েছে ওই মহিলাকে। অভিযুক্তকে শনাক্তও  করা গিয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে এখনই বলতে চাইছেন না জিআরপি-র আধিকারিকরা। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More