জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মাওবাদী হামলা ঝাড়খণ্ডে। সারান্ডা জঙ্গলে ল্যান্ডমাইল বিস্ফোরণে প্রাণ গেল এক CRPF জওয়ানের। জখম আরও এক জওয়ানে। দু'জনেই বাংলার।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম সুনীল কুমার মন্ডল। বাড়ি, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের গাছউপড়া গ্রামে। CRPF-র ১৯৩ নম্বর ব্যাটেলিয়নে
ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। গতকাল, শনিবার ঝাড়খণ্ডের পূর্বসিংভূম জেলার সারান্ডার জঙ্গলে মাওবাদীদের সন্ধানে অভিযানে নামে আধা সামরিক বাহিনী।
এদিকে জঙ্গলে আগেই থেকে ল্য়ান্ড মাইন পুঁতে রেখেছিল মাওবাদীরা। জওয়ানরা যখন পা হেঁটে জঙ্গলে ঢুকছিলেন, তখন ল্যান্ডমাইন বিস্ফোরণ হন। বিস্ফোরণ হন সুনীল। সঙ্গে ১৯৩ নম্বর ব্যাটেলিয়নেরই কনস্টেবল পার্থপ্রতিম দে-ও। প্রাথমিক চিকিত্সার পর হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়। সেখানকার হাসপাতালে চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় সুনীলের।
সুনীলরা তিন ভাই ও এ বোন। সুনীল সবার ছোট। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বাড়ির সকলেই শোকে ভেঙে পড়েছেন। কথা বলার মতো অবস্থায় নেই তাঁরা। দেহ গ্রামে ফিরলে নিহত জওয়ান গ্যান স্যালুট দেওয়া হবে পুলিস-প্রশাসন সূত্রে খবর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পার্থপ্রতিম। বাঁকুড়ার রাজগ্রাম এলাকায় বাসিন্দা তিনি। উদ্বেগে স্ত্রী পরিবারের লোকেরা।
আরও পড়ুন: MADHYAMGRAM : বিনামূল্যে মাতৃদুগ্ধ ব্যাংক! মধ্যগ্রামে এবার নয়া উদ্যোগ, অভিনব প্রকল্পে খুশি সকলেই...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)