নিজস্ব প্রতিবেদন: শ্বশুরবাড়ির খুব কাছে রহস্যজনকভাবে উদ্ধার হল জামাইয়ের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘির ভাঙাবাড়িতে। মৃতের নাম সহদেব বিশ্বাস। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায় পুলিস।
জানা গিয়েছে, সবজি বিক্রি করেন সহদেব বিশ্বাস। রবিবার রাত ৮টা নাগাদ নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে শ্বশুর বাড়ি থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বে উদ্ধার হয় সহদেবের মৃতদেহ। পুকুরের ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি খুন না আত্মহত্যা, তা তদন্ত করে দেখছে পুলিস।
আরও পড়ুন- কার ভোট কেটে সবংয়ে শ্রীবৃদ্ধি হল বিজেপির?