Home> রাজ্য
Advertisement

student Missing in Balurghat: 'আমি ওর সঙ্গে থাকতে চাই না', বিয়ের সপ্তাহ না পেরোতেই পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ তরুণী...

student Missing in Balurghat:  নিখোঁজ তরুণী দক্ষিণ দিনাজপুরেরই হিলি এস বি এস গভারমেন্ট কলেজের ছাত্রী। তাঁর পরীক্ষা সিট পড়েছে বালুরঘাট কলেজে। স্ত্রীকে কলেজের গেটে ছেড়ে দিয়ে গিয়েছিলেন স্বামী।

student Missing in Balurghat: 'আমি ওর সঙ্গে থাকতে চাই না', বিয়ের সপ্তাহ না পেরোতেই পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ তরুণী...

শ্রীকান্ত ঠাকুর: 'আমি ওর সঙ্গে থাকতে চাই না'। বিয়ের সাতদিনের মাথায় পরীক্ষা দিতে এসে কলেজ থেকে উধাও ছাত্রী! এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তাঁর।  চাঞ্চল্য় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।

আরও পড়ুন:  Howrah Death: স্বামী শুভমের গিফট করা নাইটড্রেস পরে মোহময়ী প্রেমিকার ছবি! মাত্র ৬ মাস সংসার করেই অলঙ্কৃতা দুমড়েমুচড়ে...

মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা চলছে। নিখোঁজ তরুণী দক্ষিণ দিনাজপুরেরই হিলি এস বি এস গভারমেন্ট কলেজের ছাত্রী। তাঁর পরীক্ষা সিট পড়েছে বালুরঘাট কলেজে। স্বামীর দাবি, তিনি নিজে স্ত্রীকে কলেজের গেটে ছেড়ে দিয়ে দিয়েছিলেন। পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল  দুপুর সাড়ে তিনটে। তখন ফের কলেজে গেটে এসে দাঁড়ান। কিন্তু এক ঘণ্টা পেরিয়ে গেলেও ওই তরুণী আর কলেজ থেকে বেরোননি।

কোথায় গেলেন? অধ্যাপক-অধ্যাপিকারা তো বটেই, প্রতিটি ক্লাসরুমে গিয়ে ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা করেন কলেজে সাধারণ কর্মীরা। শেষে খাতা দেখে জানা যায়, পরীক্ষাতেই বসেননি ওই ছাত্রী! শেষে তাঁকে ফোন করেন বালুরঘাট অধ্যাপিকা ড. জ্যোতি কুমারী। ওই ছাত্রী জানান, 'পরিবারের লোকেরা অচেনা, অজানা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। আমি ওর সঙ্গে থাকতে চাই না। সেটা জানানোর কোর্টে এসেছি'। বালুরঘাট কোর্টে গিয়ে অবশ্য তাঁর খোঁজ মেলেনি।

বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু বলেন,  'আমার কলেজের সহকর্মী রা পরীক্ষার শেষে জানিয়েছে এক ছাত্রীর স্বামী খোঁজ করছে কিন্তু পাওয়া যাচ্ছে না। খাতা পত্র দেখে জানা গেলো এই ছাত্রী আজকে পরীক্ষায় বসেনি'। তিনি জানান, 'কলেজের নিয়ম অনুযায়ী আমরা পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে ভিতরে আসার অনুমতি দিই না। কলেজের কোন গেট দিয়ে কখন বাইরে গিয়েছে, সি সি টিভি দেখলেই জানা যাবে। ছাত্রীটির পরিবার অভিযোগ করলে আমরা যতটা সাহায্য করা যায় করব"।

আরও পড়ুন:  Malda: বহুগামী স্বামী! ৬ মাসের ছেলেকে কোলে করে গুজরাত থেকে এসে শ্বশুরবাড়ির সামনে ধরনায় স্ত্রী...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More